Cough Syrup Children Advisory: মরণফাঁদ কফ সিরাপকে নিয়ে এবার কঠোর হল কেন্দ্রীয় সরকার। রাজস্থান, মধ্যপ্রদেশে সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কফ সিরাপের ফলে একের পর শিশু মৃত্য়ুর ঘটনার পর নড়েচড়ে বসল কেন্দ্র। শিশুদের জন্য কফ বা কাশির সিরাপ ব্যবহারে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জেপি নাড্ডার মন্ত্রকরে পক্ষ থেকে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো পরামর্শে স্পষ্ট বলা হয়েছে, দুই বছরের কম বয়সি শিশুদের কোনওভাবেই কাশি ও ঠান্ডার ওষুধ হিসাবে কফ সিরাপ প্রেসক্রাইব করা বা দেওয়া যাবে না। মন্ত্রকের নির্দেশিকায় আরও বলা হয়েছে, পাঁচ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রেও এই ধরনের ওষুধ সাধারণত সুপারিশযোগ্য নয়। আর পাঁচ বছরের বেশি বয়সি শিশুদের জন্য কাশির সিরাপ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের বিস্তারিত মূল্যায়ন, খুঁটিয়ে পর্যবেক্ষণ, সঠিক ডোজ মানা এবং একাধিক ওষুধ একসঙ্গে না দেওয়ার শর্ত মেনে চলতে হবে।
দু বছরের শিশুদের কোনওভাবই নয় কফ সিরাপ
পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বার্তা অভিভাবকদের সচেতন থাকতে হবে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও ওষুধ প্রেসক্রিপশনে আরও সতর্ক হতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
দেখুন কফ সিরাপ নিয়ে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা
Centre issues an advisory to all States and Union Territories on the rational use of cough syrups in the paediatric population.
The Union Health Ministry (@MoHFW_INDIA) advises that Cough and cold medications should not be prescribed or dispensed to children below two years.… pic.twitter.com/M3FMLQBkZ2
— All India Radio News (@airnewsalerts) October 3, 2025
মরণফাঁদ কফ সিরাপ
চলতি মাসে কফ সিরাপের কারণে মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ১১ জন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯ জন চিন্ধোয়ারায় এবং ২ জন রাজস্থানে। রাজস্থান-এ ভারতপুর ও সিকার এলাকায় ডেক্সট্রোমেথর্ফনযুক্ত জেনেরিক সিরাপ খাওয়ার পর শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। জুনঝুনুতে আরও ৩ শিশুর মৃত্যু ও অসুস্থতার খবর এসেছে, যেখান থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত চলছে। মহারাষ্ট্রেও দূষিত সিরাপের সম্ভাবনা নিয়ে ১–২ শিশুর মৃত্যু হয়েছে, যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এখনও কোনো বিষাক্ত রাসায়নিক পাওয়া যায়নি বলে জানিয়েছে। সাম্প্রতিক এই ঘটনা কিডনি বিকল হওয়ার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। কমপক্ষে ১০ জন শিশু অসুস্থ হয়, এবং একাধিক শিশু ডাক্তারি পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এই ঘটনার পর কেন্দ্রীয় সরকার শিশুদের কফ সিরাপ ব্যবহারে সতর্কতা জারি করেছে, বিশেষ করে ২ বছরের নিচের শিশুদের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা। এছাড়াও, জাল ওষুধ শনাক্ত করতে সরকারি অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।