ফ্যান্টাসি অ্যাপে টিম বানান, আর কোটি টাকা জিতুন। এই লোভে পা দিয়ে টাকা খোয়াচ্ছেন বহু মানুষ। নিজের উপার্জিত অর্থ খুইয়ে মানসিক অবসাদের শিকার হচ্ছেন তাঁরা। আর এর জেরে অনেকে্ আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। যুবসমাজকে বিভ্রান্ত করছে এই ধরনের অনলাইন গেমিং অ্যাপগুলি (Online Gaming Apps)। কেন্দ্র সরকার দীর্ধদিন ধরেই এই অ্যাপগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছিল। অনেক সংস্থার বন্ধও হয়েছে। কিন্তু কোনও কড়া আইন না থাকার কারণে এই ধরনের অ্যাপগুলি বন্ধ করা যাচ্ছিল না।
বিলটি পেশ করলেন অশ্বিনী বৈষ্ণব
অবশেষে বুধবার কেন্দ্র সরকারের তরফ থেকে আনা হল নয়া অনলাইন গেমিং বিল (Online Gaming Bill)। এদিন প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫ পেশ করেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই বিলের মাধ্যমে বেটিং অ্যাপগুলি চিরতরে বন্ধ করতে চলেছে কেন্দ্র। সেক্ষেত্রে ক্রিকেট, লুডো, পোকারের মতো গেমগুলি যেখানে টাকা দিয়ে বেটিং করা যাবে, সেই সমস্ত অ্যাপ নিষিদ্ধ ঘোষণা হতে চলেছে। এমনকী এই অ্যাপগুলির বিজ্ঞাপন বা প্রচার করা আইনত নিষিদ্ধ। টাকা লেনদেন করার ওপরেও জারি হচ্ছে নিষেধাজ্ঞা।
দেখুন পোস্ট
The Online Gaming Bill | No punishment for those playing online games. No punishment to victims. Only punishment for service providers, advertisers, promoters and those who support financially to such games: Sources
— ANI (@ANI) August 20, 2025
যাঁরা গেম খেলছেন, তাঁদের ভবিষ্যৎ কী?
তবে যাঁরা এই অ্যাপে টাকা লাগাচ্ছে বা গেম খেলছে তাঁদের অপরাধী হিসেবে গণ্য করা হবে না। তাঁরা আসলে ভুক্তোভোগী। তবে যাঁরা সার্ভিস প্রোভাইডার, বিজ্ঞাপন বানাচ্ছে, এবং যাঁরা এই সমস্ত অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে প্রচার করছে, তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ। সেক্ষেত্রে আইন কার্যকর হওয়ার পরেও যাঁরা বেআইনিভাবে গেমিং সার্ভিস চালালে ৩ বছরের জেল বা ১ কোটি টাকার জরিমানা, প্রচারকারীদের ২ বছরের জেল বা ৫০ লক্ষ টাকার জরিমানা হতে পারে। অনেকের ক্ষেত্রের জরিমানা বা জেল দুটোই কার্যকর হতে পারে।