Mumbai Local Train: দেশের বানিজ্য নগর। স্বপ্ননগরী। তারাদের শহর, বলিউডের শহর। দেশের লক্ষ্মীর ভাণ্ডার। কত বড় কোম্পানির পেল্লাই অফিস। মুম্বই মানেই উন্নয়নের অট্টালিকা। কিন্তু সেই মায়ানগরীতেই লুকিয়ে থাকে মৃত্য়ু। তবু মানুষ সেই মৃত্য়ুকে এড়িয়ে চলতে পারে না। খিদে মেটাতে, জীবিকা নির্বাহ করতে, একটু কাজের আশায় সেই মৃত্য়ুকেই মেনে নিয়ে গা ভাসায়। বোম্বে হাইকোর্টে (Bombay Highcourt) জমা দেওয়া এক হলফনামায়, সেন্ট্রাল রেলওয়ে (Central Railway) জানাল, ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে মুম্বই রেললাইনে (Track Deaths) ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। রেললাইনে মৃত্য়ুর প্রধান কারণগুলি হল লোকাল ট্রেন থেকে পড়ে যাওয়া, রেললাইনে অনধিকার প্রবেশ, ট্র্যাক পারাপার করা।
চলতি বছর প্রথম পাঁচ মাসে মুম্বইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গিয়েছেন ১৫০ জন যাত্রী
চলতি বছর প্রথম পাঁচ মাসে মুম্বই ও শহরতলির অঞ্চল মিলিয়ে মোট ১৫০ জন যাত্রী চলন্ত ট্রেন থেকে ছিটকে রেললাইনে পড়ে মারা গিয়েছেন। স্বাভাবিকভাবেই এই মৃত্য়ুগুলির বেশিরভাগই হয়েছে অত্যধিক ভিড়ের কারণে। মুম্বইয়ের লাইফলাইন হল লোকাল ট্রেন। বহু মানুষের ভরসা মুম্বইয়ের লোকাল ট্রেন। কিন্তু সেইখানেই লুকিয়ে থাকে মৃত্য়ুদূত।
The Central Railways has informed the Bombay High Court that in the first five months of 2025, 453 people have died on railway tracks. The affidavit was filed by the Central Railways following a directive from the Bombay High Court.
In the affidavit, filed through advocate… pic.twitter.com/gB31RMvhpp
— IndiaToday (@IndiaToday) July 15, 2025
গত বছর মায়ানগরীতে ৩৮৭ জন যাত্রী চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গিয়েছেন
অ্যাডভোকেট অনামিকা মালহোত্রার মাধ্যমে বোম্বে হাইকোর্টে দাখিল করা এই হলফনামায় অনুযায়ী, প্রতিদিন গড়ে তিনজন মুম্বইয়ের রেললাইনে মারা গিয়েছেন। এই হলফনামায় বলা হয়েছে, শুধু লাইন পারাপার করতে মুম্বইয়ে চলতি বছর এখনও পর্যন্ত ২৯৩ জন মানুষ মারা গিয়েছেন। আর চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়ে চলতি বছর প্রথম পাঁচ মাসে মারা গিয়েছেন ১৫০। গত বছর, মানে ২০২৪ সালে মুম্বইয়ে চলন্ত ট্রেন থেকে মারা গিয়েছিলেন ৩৮৭ জন।
দেখুন মুম্বইয়ে লোকাল ট্রেনে ওঠার ভিড়ের ভয়াবহ ভিডিও
Imagine the woman thrown out at 0:12 is your mother🥵
Mumbai local joke(?): You don't get in or out of train, you just position yourself, the crowd does it for you. pic.twitter.com/U5uBv0MTyU
— 𝑪𝒂𝒕𝒂𝒍𝒆𝒚𝒂🛡 (@catale7a) June 13, 2025
মুম্বইয়ের স্টেশনে ট্রেনে ওঠার ভিড়
5 people DIED and many were injured after falling off an overcrowded local train on the Thane-Mumbai route.
And BJP says Mumbai has the best crowd management?
HYPOCRISY KI BHI SEEMA HOTI HAI 🤡#TrainAccident pic.twitter.com/AoolteATBj
— Amock (@Politicx2029) June 9, 2025
গত মাসে থানের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যান ৫ জন
গত ৯ জুন থানের কাছে থানে জেলার দিভা এবং মুমব্রা স্টেশনের মধ্যে একটি ভিড়ে উপচে পড়া একটা লোকাল ট্রেন থেকে পড়ে পাঁচজন যাত্রী প্রাণ হারিয়ে ছিলেন। অফিসের ব্যস্ততম সময়ে দুটি লোকাল ট্রেনের মধ্য়ে ধাক্কা লাগার পর উপচে পড়া ভিড় থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছিলেন ৫ জন, অনেকে জখমও হন। এই দুর্ঘটনার পরেই সেন্ট্রাল রেলওয়ের কাছে জানাতে চাওয়া এমন ধরনের দুর্ঘটনায় কতজন মারা গিয়েছেন।