Photo Credits: Wikipedia

১৪টি বন্যা কবলিত রাজ্যে ৫,৮৫৮.৬০ কোটি টাকার অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রক।রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল(SDRF) এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল (NDRF) থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ মোট ১৪টি রাজ্য এই তহবিল থেকে আর্থিক সহায়তা পাচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গকে ৪৬৮ কোটি টাকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে কেন্দ্র জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে  বন্যা কবলিত গুজরাট মনিপুর ও ত্রিপুরার‌ মত রাজ্যগুলির জন্য ৬৭৫ কোটি টাকা অনুমোদন করেছ। এরমধ্যে ৬০০ কোটি টাকা গুজরাটের জন্য, মনিপুরের জন্য ৫০ কোটি টাকা এবং ত্রিপুরার জন্য ২৫ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এছাড়া মহারাষ্ট্রে ১,৪৮৯ কোটি, অন্ধ্রপ্রদেশে ১,০০০কোটির বেশি এবং তেলেঙ্গানায় প্রায় ৪১৭কোটি টাকা মঞ্জুর হয়েছে।

এই বছর দক্ষিণ-পশ্চিম বর্ষাকালে অত্যন্ত ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের কারণে এই রাজ্যগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে মন্ত্রকের অভ্যন্তরীণ কেন্দ্রীয় দলগুলিকে বন্যা-আক্রান্ত রাজ্য আসাম, মিজোরাম, কেরালা, ত্রিপুরা, নাগাল্যান্ড, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মণিপুরে ক্ষয়ক্ষতির মূল্যায়নের জন্য পাঠানো হয়েছে। এছাড়া সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বিহার এবং পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করার জন্য শীঘ্রই কেন্দ্রীয় পর্যবেক্ষণকারী দল পাঠানো হবে। পর্যবেক্ষণকারী দলগুলোর রিপোর্টের ভিত্তিতে  এনডিআরএফ-এর কাছ থেকে বিপর্যয়-কবলিত রাজ্যগুলিতে অতিরিক্ত আর্থিক সহায়তা অনুমোদন করা হবে বলেও জানিয়েছে মন্ত্রক।

স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে বন্যা কবলিত রাজ্যগুলিতে সব রকম সাহায্য দিতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। মন্ত্রক থেকে আরো জানানো হয় এ বছর অসম, মিজোরাম, কেরালা, ত্রিপুরা, নাগাল্যান্ড, গুজরাট অন্ধ্রপ্রদেশ ও মনিপুরে বৃষ্টি বন্যা ভূমিধসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেন যে এই বছরে ২১ টি রাজ্যে ইতিমধ্যে ১৪৯০০কোটি টাকারও বেশি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন যে সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের সম্মুখীন হওয়া কষ্ট লাঘব করবে।