Census Of India Logo (Photo Credits:X)

নয়াদিল্লিঃ জনগণনা (Census 2025 )নিয়ে বড় ঘোষণা কেন্দ্র সরকারের(Central Government)। ২০২৭ সালের মধ্যে শেষ হবে দেশের পরবর্তী জনগণনা, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। মোট দু'টি ধাপে সম্পন্ন হবে এই গণনা। জাতভিত্তিক গণনাও হবে বলেই খবর।

কীভাবে পরিচালিত হবে এই গণনা প্রক্রিয়া?

প্রথম পর্যায়ঃ এই পর্যায়ে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। যেমন ধরুন, আপনার ঘর পাকা হোক বা কাঁচা, বাড়িতে পানীয় জল, বিদ্যুৎ ও টয়লেটের সুবিধা আছে কিনা। এ ছাড়া ঘরে টিভি, ফ্রিজ, গাড়ির মতো জিনিস আছে কি না, তাও দেখা হবে।

দ্বিতীয় পর্যায়ঃ এই পর্যায়ের মধ্যে রয়েছে লোক গণনা। এই ধাপে তে প্রতিটি পরিবারের প্রত্যেক সদস্যের তথ্য নেওয়া হবে। যেমন তাদের বয়স, নারী না পুরুষ, তাঁরা কতটুকু শিক্ষিত, তাঁরা কী কাজ করেন এই জাতীয় তথ্য নেওয়া হবে। এই ধাপে প্রত্যেক ব্যক্তিকে তাঁরা জাত কী তাও জানাতে হবে।

কখন শুরু হবে এই জনগণনা?

সারা দেশে এই গণনার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১ মার্চ। অর্থাৎ এই দিনের মধ্যে গণনা শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে লাদাখ, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো পাহাড়ি ও তুষারাবৃত অঞ্চলে আগেই গণনা শেষ করা হবে। ২০২৬ সালের ১ অক্টোবরের মধ্যে এই অঞ্চলগুলিতে গণনার কাজ শেষ করে নেওয়া হবে। কারণ পরে তুষারপাতের কারণে সেখানে কাজ করা কঠিন হয়ে পড়তে পারে।

জনগণনার সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ঃ

প্রস্তুতিঃ সরকার বলছে জনগণনার প্রস্তুতি শেষ। গত ৩ ও ৪ জুলাই জনগণনার সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিকদর নিয়ে দিল্লিতে বৈঠক সম্পন্ন হয়েছে।

জনগণনার ব্যয়ঃ এই গোটা প্রক্রিয়ায় কত টাকা খরচ হবে, তার হিসাব এখনও করছে সরকার।

চূড়ান্ত তথ্য কবে হাতে আসবেঃ কেন্দ্রীয় সরকার মনে করছে জনগণনার চূড়ান্ত ফলাফল হাতে আসবে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের পরে।

এনপিআর নিয়ে কোনও সিদ্ধান্ত নয়: সরকার এটাও স্পষ্ট করে দিয়েছে যে জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) আপডেট করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জনগণনা নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের