নয়াদিল্লিঃ শীতের(Winter) আমেজ পড়তেই বাঙালির মন এখন পাহাড়ে(Hills)। শীতের সময় বাঙালিকে(Bengali) ঘরে আটকে রাখা কার্যত অসম্ভব। ফাঁক পেলেই তাই ব্যাগপত্র গুছিয়ে সোজা পাহারে কিংবা অন্যত্র বেড়াতে বেরিয়ে পড়ে তাঁরা। আর এবার শীতের আবহে ভ্রমণপিপাসু মানুষদের জন্য সুখবর। উত্তরপূর্ব ভারতের ৪০ টি স্থান ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। এর মধ্যে উত্তরপূর্ব ভারতের ৬ টি রাজ্যের ৮ টি পর্যটন কেন্দ্র রয়েছে। এই পর্যটন কেন্দ্রগুলি সাজাতে মোট ৮০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার(Central Government)। দেশজুড়ে পর্যটনের প্রসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, চলতি গত সপ্তাতেই এই প্রকল্পে অনুমোদন দিয়েছে ডিপার্টমেন্ট অব এক্সপেন্ডিচার(DoE)। এই প্রকল্পের আওতায় রয়েছে উত্তর-পূর্ব ভারতের ৬ রাজ্য-মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, সিকিম এবং ত্রিপুরা। এই ছয় রাজ্যের আটটি পর্যটন কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে। প্রথম ধাপে বরাদ্দ টাকার ৬৬ শতাংশ দেওয়া হচ্ছে বলে খবর। সরাসরি রাজ্যগুলির হাতে তুলে দেওয়া হবে এই টাকা। গোটা বিষয়টির উপর নজরদারি চালাবে পর্যটন মন্ত্রক। রাজ্যগুলিকে সাজাতে মোট ২ বছর সময় দেওয়া হয়েছে। মণিপুরের লোকটাক লেকের জন্য বরাদ্দ হয়েছে ৮৯.৪৮ কোটি টাকা। নাথুলা পাসে জন্য ৯৭.৩৭ কোটি, অসমের চিড়িয়াখানার জন্য ৯৭.১২ এবং ত্রিপুরার গোমতী ৫১ শক্তি পীঠের জন্য বরাদ্দ হয়েছে ৯৭.৭ কোটি টাকা।
উত্তর-পূর্ব ভারতের ৮ টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর ভাবনা কেন্দ্রীয় সরকারের
Centre green signals Rs 624 Crore investment in a bid to promote tourism in North East@RatnadipC brings this special report pic.twitter.com/ZgStzD5jyM
— NDTV (@ndtv) December 2, 2024