বিহারে পর আগামী বছর বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন। তবে ভোটের আগে এসআইআর (SIR) প্রক্রিয়া আবশ্যিক, তা আগেই স্পষ্ট করেছিলেন নির্বাচন কমিশন। যদিও এই এসআইআর নিয়ে বিতর্কের অন্ত নেই। বিরোধীদের দাবি, এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট চুরি করতে চাইছে বিজেপি। অন্যদিকে কমিশনের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে ভুয়ো ভোটার সনাক্ত করা হচ্ছে। এছাড়া মৃত ভোটার বা যারা ওই কেন্দ্রে থাকেন না, তাঁদের নাম তালিকা থেকে বের করার জন্যই শুরু হয়েছে এই প্রক্রিয়া। এই নিয়ে দুই পক্ষের সংঘাত চরমে। তার মধ্যেই বিহার এসআইআর প্রক্রিয়া আপাতত শেষের দিকে। এরপরেই বাংলায় ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া শুরু হতে চলেছে।
বাংলায় এসআইআর নিয়ে মন্তব্য জ্ঞানেশ কুমারের
যদিও ঠিক কবে থেকে এসআইআর শুরু হবে, সেটা নিশ্চিতভাবে এখনও বলেননি নির্বাচন কমিশনার। রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, “আমরা তিন কমিশনার বৈঠক করে জানাতে পারব কবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে। আগামী দিনে যে রাজ্যেই এসআইআর হবে, সেই সংক্রান্ত দিনক্ষণ বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে”। কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল, চলতি বছরে শেষের দিকে এই রাজ্যে হতে পারে এসআইআর। যদিও এদিন সেই জল্পনা নিয়ে কোনও মন্তব্য করেননি জ্ঞানেশ কুমার।
দেখুন জ্ঞানেশ কুমারের মন্তব্য
#WATCH | Delhi: Chief Election Commissioner Gyanesh Kumar says, "...The three Election Commissioners will decide when the exercise of SIR will be carried out in West Bengal or other states" pic.twitter.com/9oHLuw4r5H
— ANI (@ANI) August 17, 2025
বিরোধীদের সপাটে জবাব দিয়েছন নির্বাচন কমিশনাররা
এদিন নির্বাচন কমিশনারদের বৈঠকটি ছিল মূলত বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব দেওয়ার জন্য। সেই সঙ্গে রাহুল গান্ধীদের মতো বিরোধী নেতারা যেভাবে কমিশনকে আক্রমণ করেছে, ভোট চোরের তকমা লাগিয়েছে, সেই সংক্রান্ত অভিযোগ উড়িয়ে দিতেই এদিন নির্বাচন কমিশনের তরফ থেকে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।