নয়াদিল্লিঃ ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত(India-Pakistan Border)। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তি লঙ্ঘন করে ওপার থেকে গুলি চালাল পাকিস্তান(Pakistan)। পাল্টা গুলি চালাতে বাধ্য হয় সীমান্তরক্ষী বাহিনী(Border Security Force)। দু'পক্ষের সংঘর্ষের জেরে আহত বিএসএফ জওয়ান(BSF Jawan)। এ দিন বিএসএফ-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, বুধবার রাত ২ টো বেজে ৩৫ মিনিট নাগাদ জম্মু-কাশ্মীরের আখনুর এলাকার সেক্টর ১-এ আচমকা গুলি চলে। পাকিস্তান সীমান্তের ওপার থেকে ছোড়া হয় গুলি। পাল্টা জবাব দেয় সীমান্তরক্ষী বাহিনীও। দু'পক্ষের গোলাগুলির জেরে আহত হয়েছেন এক বিএসএফ জওয়ান। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে ভারত-পাক সীমান্তে। জারি করা হয়েছে সতর্কতা। চলছে নজরদারি। সামনেই জম্মু-কাশ্মীর নির্বাচন। তার আগে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন সীমান্তবাসীরা। প্রসঙ্গত, এই প্রথম নয় ২০২৩ সালেও ভারত-পাক শান্তি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। সে বার রামগড় সেক্টরে গুলিতে চালায় পাকিস্তান। এই ঘটনায় মৃত্যু হয়েছিল এক বিএসএফ জওয়ানের। আহত হন বহু।
জম্মু-কাশ্মীর নির্বাচনের আগে উত্তপ্ত ভারত-পাক সীমান্ত
A Border Security Force (BSF) trooper was injured on Wednesday in an unprovoked firing from Pakistan along the international border (IB) in Jammu district.
· BSF trooper injured in unprovoked firing by Pakistan along IB in Jammu
🔗: https://t.co/uQNDuFDmvL pic.twitter.com/2Rg51B43MU
— IANS (@ians_india) September 11, 2024