
আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় (Air India Flight Crash) বেঁচে নেই অধিকাংশ যাত্রী। এই দুর্ঘটনায় কেবলমাত্র বরাত জোড়ে একজন যাত্রী জীবিত রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনার একের পর এক ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। যার মাধ্যমে বোঝা যাচ্ছে দুর্ঘটনাটি কতটা ভয়াবহ ছিল। এবার আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসে। যেখানে দেখা যাচ্ছে, টেক অফের কতক্ষণের মধ্যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। জমি ছাড়ার পক্ষ কয়েক সেকেন্ডে আকাশে উড়তে থাকে বিমানটি। তারপর সেটি ওপরে ওঠার বদলে আচমকাই নীচে নেমে যায়।
প্রকাশ্যে বিমান দুর্ঘটনার ভিডিয়ো
এই ভিডিয়োর পুরো ঘটনাটি স্পষ্টভাবে দেখা যায়। সম্ভবত, বিমান নীচে নামার কিছুক্ষণ আগেই পাইলট মে-ডে, মে-ডে বলে বিপদের সংকেত জানিয়েছিলেন। কিন্তু ভিডিয়োটি দেখে স্পষ্ট যে বিমান চালক বা এটিসি পর্যাপ্ত সময় পায়নি শেষরক্ষা করার। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২৪১ জন যাত্রীর আগুনে মৃত্যু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী কারোর দেহই এখনও শনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীরও।
দেখুন ভিডিয়ো
LIVE CCTV VIDEO
CCTV footage of Ahmedabad-London Air India flight taking off #Ahmedabadplanecrash #london #planecrash #Ahmedabad #AirIndia @BBC_Olga_M @BBCWorld @AP @arabnews @CNN @SkyNews pic.twitter.com/Bw8NVKGBGQ
— Vikas Makwana (@Vikasmakwana111) June 12, 2025
আহমেদাবাদে বিমান দুর্ঘটনা
যদিও এই বিমান দুর্ঘটনা কেন ঘটল, কার গাফিলতিতে ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এমনকী বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, সেই বিষয়েও কিছু জানা যাচ্ছে না। এই দুর্ঘটনার জেরে বিমানটি যেখানে ভেঙে পড়ে সেই এলাকায় অবস্থিত একটি মেডিকেল কলেজের হোস্টেল এবং একটি বহুতল ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এবং তাতে হতাহত হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পড়ুয়ারাও।