পরীক্ষা বাতিল (ছবি ট্যুইটার)

দিল্লি, ১৪ এপ্রিল :  করোনার (Corona) গ্রাস ক্রমশ করাল হচ্ছে গোটা দেশ (India) জুড়ে। যার জেরে এবার বাতিল করা হল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা। দশম শ্রেণির পরীক্ষা বাতিলের পাশাপাশি দ্বাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত করে দেওয়া হল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার  কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এবং উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। এরপরই নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন :  Kumbh Mela 2021 : কোভিড বিধি শিকেয়, কুম্ভে রাশ টানতে নারাজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

আগামী ৪ মে থেকে সিবিএসই-র (CBSE) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী শুরু হয় প্রস্তুতিও। তার আগেই সমস্তকিছু স্থগিত করে দেওয়া হয়। করোনা যেভাবে গোটা দেশ জুড়ে প্রভাব বিস্তার করছে, তার জেরে  দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের আর্জি জানানো হয় দিল্লি (Delhi) এবং মহারাষ্ট্র সরকারের তরফে। পরীক্ষা বাতিলের জন্য আবেদন করেন দেশের একাধিক জায়গার পরীক্ষার্থীরাও।

সেই অনুযায়ী, বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সহ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।