CBSE (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ১২ মে: আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। আজ, শুক্রবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হল। চলতি বছর ৯৩.১২ শতাংশ পড়ুয়া সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দশম শ্রেণীতে ১,২৮ শতাংশ কমেছে পাশের হার।

চলতি বছর ২১ লক্ষের বেশি পড়ুয়া সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় বসেন। ছাত্রদের চেয়ে ছাত্রীদের সাফল্যের হার বেশী। আরও পড়ুন-হলে বসে সপারিষদ 'দ্য কেরালা স্টোরি' দেখলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

দেখুন টুইট

অন্যদিকে, CBSE দ্বাদশ শ্রেণীতে পাশের হার ৮৭.৩৩ শতাংশ। প্রায় ৪ শতাংশ বেড়েছে পাশের হার। চলতি বছর ১৬ লক্ষের বেশি পড়ুয়া সিবিএসই-র দ্বাদশের পরীক্ষায় বসেন। এবারে দ্বাদশে কেরলের ত্রিবান্দ্রামে নম্বরের শতাংশের সংখ্যা সবচেয়ে বেশি।