CBSE Exam, Representational Image (Photo Credit: X)

দিল্লি, ২৪ সেপ্টেম্বর: সিবিএসই-র (CBSE Board Exams 2026) দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা কবে থেকে শুরু হবে, সেই দিনক্ষণ প্রকাশ করা হল বোর্ডের তরফে। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। ১৫ জুলাই পর্যন্ত চলবে। যে দিন, তারিখের মধ্যে দশম এবং দ্বাদশের পরীক্ষার সূচি রয়েছে।

এই সময়ের মধ্যে সিবিএসই-র যে পরীক্ষাগুলির সম্ভাব্য তারিখ রয়েছে 

দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের প্রধান পরীক্ষা হবে

ক্রীড়া শিক্ষার্থীদের জন্য পরীক্ষা হবে (দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে)

দশম শ্রেণির পড়ুয়াদের পরীক্ষা হবে

এই সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষাও সম্পন্ন হবে

২০২৬ সালে সিবিএসই যে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবে, তাদের সংখ্যা ৪৫ লক্ষ। গোটা দেশ জুড়ে ২০৪টি বিষয়ে পরীক্ষা দেবে দশম এবং দ্বাদশের শিক্ষার্থীরা। পাশাপাশি এই সময়ের মধ্যে লিখিত পরীক্ষার পাশাপাশি প্র্যাকটিকাল-সহ বিভিন্ন বিষয়ও সংগঠিত হবে।

দেখে নিন কী জানানো হল বোর্ডের তরফে...