সীমান্ত এলাকা কিংবা বিভিন্ন বন্দর এলাকায় বেআইনি পাচার রুখতে কাস্টমসের আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়। এবার সেই বিভাগে ৫ জন অফিসার ও এক অতিরিক্ত কমিশনার সহ ২৯ জনের বিরুদ্ধে সিবিআই তদন্তে নেমে উদ্ধার হল ৭ টি সোনার বার। যার প্রতিটির ওজন ১০০ গ্রাম। যার বাজারমূল্য প্রকাশ্যে আনেনি সিবিআই আধিকারিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে নেপালে ৮০০ কোটি টাকার জাল রপ্তানি করে ভুয়ো জিএসটি বিল (GST Fraud Case) বাননোর অভিযোগ দায়ের হয়েছে। সেই ঘটনার তদন্তে নেমে বিহার ও ঝাড়খণ্ডের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল সিবিআই।

৭টি জায়গা থেকে উদ্ধার সোনার বার

জানা যাচ্ছে, এদিন সকাল থেকে পাটনার ২টি জায়গায়, পূর্ণিয়ার ২টি জায়গায়, জামশেদপুর, নালন্দা, মুঙ্গেরর একটি করে জায়গা সহ মোট ৭টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। আর সেই সাতটি জায়গা থেকেই ৭টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যদিও এই সোনার বিস্কুটের কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। সোনা ছাড়াও ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয় একাধিক নথিপত্র, মোবাইল।

জারি তল্লাশি অভিযান

জানা যাচ্ছে, বেশ কয়েকবছর আগে জিএসটি নিয়ে কারচুপি করেছিলেন অভিযুক্তরা। সম্প্রতি তদন্তে নেমে তাঁদের নাম উঠে আসে। তারপরেই শুরু হয় তদন্ত। যদিও এই  ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এখনও বিভিন্ন জায়গায় জারি রয়েছে তল্লাশি অভিযান।