Tirupati Laddu Controversy (Photo Credits: X)

নয়াদিল্লিঃ তিরুপতি লাড্ডু বিতর্কে(Tirupati Laddu Controversy) নয়া মোড়। তিরুপতি লাড্ডুতে মাংসের চর্বি ও মাছের তেল মেশানোর অভিযোগে অবশেষে গ্রেফতার ৪। ধৃতদের মধ্যে রয়েছেন 'ভোলে বাবা ডায়েরি'র দুই আধিকারিক বিপিন জৈন এবং পমিল জৈন। এ ছাড়া রয়েছেন 'বৈষ্ণবী ডায়েরি'র অপূর্ব চাওদা এবং 'এআর ডায়েরি' রাজু রাজশেখরন।

তিরুপতি লাড্ডু কাণ্ডে গ্রেফতার ৪

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই তিরুপতি লাডডু বিতর্ক নিয়ে তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি বিশেষ দল। তদন্তে নেমে একাধিক অসঙ্গতি খুঁজে পায় সিট। বেনিয়ম থেকে টেন্ডার কারচুপি উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গত বছর এই তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের প্রসাদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এন চন্দ্রবাবু নাইডু। এই গোতা কর্মকাণ্ডের জন্য অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে দায়ী করেন টিডিপি প্রধান। এরপরই শুরু হয় তুমুল বিতর্ক। মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। এরপরই এই মামলার তদন্তের জন্য সিট গঠন করে তদন্ত শুরু করা হয়।

 তিরুপতি লাড্ডু বিতর্কে নয়া মোড়, গ্রেফতার ৪