নতুন দিল্লি, ১৭ মে: ২৫০ জন চিনা নাগরিককে অবৈধভাবে ভিসা পাইয়ে দিতে ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে।এই অভিযোগে এদিন কার্তি চিদম্বরমকে গ্রেপ্তার করল সিবিআই (CBI Books Karti Chidambaram)। মঙ্গলবার সিবিআইয়ের তরফে জানানো হয়েছে ২০১১ সালে এই ৫০ লক্ষ টাকা ঘুষ নেন কার্তি চিদম্বরম। এদিন সকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দেশের বিভিন্ন শহরে ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। এই তালিকায় কার্তি চিদম্বরমের দিল্লি ও চেন্নাইয়ের বাসভবনও ছিল।
জানা গেছে, মঙ্গলবার সকালে চেন্নাইয়ের তিনটি জায়গায়, মুম্বইয়ের তিনটি জায়গায়, দিল্লি, কর্ণাটক, পাঞ্জাব, ওড়িশার একটি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। পাশাপাশি সিবিআইএর আরও একটি চিনি পি চিদম্বরম ও কার্তি চিদম্বরমের সরকারি আবাসন দিল্লি লোধি এস্টেটেও অভিযান চালায়।