বিহারের জাতিগত সমীক্ষার পর এবার রাজস্থানেও একই সমীক্ষার কথা ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। শুক্রবার জয়পুরে রাজ্য কমিটির আলোচনা শেষে এমনটাই ঘোষণা করেছেন তিনি।
তিনি জানান. "রায়পুর কংগ্রেস অধিবেশনে জাতিগত শংসার কথা রাহুল গান্ধী বলেছিলেন। আমরাও রাজস্থানে একইভাবে তা করব। রাজস্থান সরকারও একইভাবে বিহারের মতন জাতিগত সমীক্ষার আয়োজন করবে। জনসংখ্যার ভিত্তিতেই অংশগ্রহনের যে চিন্তা ধারা সেটিকে আমরা গ্রহণ করলাম। বিহারের মতনই জাতিগত সমীক্ষার নির্দেশ দেওয়া হবে।"
বিহারে জাতিগত সমীক্ষার রিপোর্ট গত ২ অক্টোবর প্রকাশ করে বিহারের নীতিশ কুমারের মহাগটবন্ধন সরকার। এই সরকারের সঙ্গে রয়েছে কংগ্রেসও।
এই বিষয় সম্পর্কে জানাতে গিয়ে গেহলত বলেন " আমরা যখন সামাজিক সুরক্ষার কথা বলি, আমরা এটা তখনই করতে পারব যখন আমরা জাতিগত ভিত্তিতে কি অবস্থা রয়েছে তা জানতে পারব। দেশে বিভিন্ন ধরনের জাতি রয়েছে যারা বিভিন্ন ধরনের কাজ করেন।যখন আমরা জানতে পারব প্রত্যেক জাতিতে কত জনসংখ্যা রয়েছে তখন আমরা তাদের জন্য বিভিন্ন স্কীম তৈরী করতে পারব। "
শুক্রবার কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী বঢরা জানান, যদি কংগ্রেস পুনরায় রাজ্যে ক্ষমতায় আসে একটি জাতিগত সমীক্ষা রাজ্যে করা হব যা বিহারে করা হয়েছে।
বিহার সরকারের রিপোর্টে প্রকাশিত হওয়া তথ্য থেকে জানা গেছে, অন্যান্য পিছিয়ে পড়া জাতি এবং একেবারেই পিছিয়ে পড়া জাতি মিলিতভাবে রাজ্যের মোট জনসংখ্যার ৬৩ শতাংশ ।
"Rajasthan will also conduct caste census like Bihar", says CM Ashok Gehlot
Read @ANI Story | https://t.co/dIgqUdlesP#AshokGehlot #Rajasthan #CasteCensus pic.twitter.com/S2ZkGjzvzW
— ANI Digital (@ani_digital) October 6, 2023