অভিযুক্ত ব্যাঙ্ককর্মী (ছবিঃX)

নয়াদিল্লিঃ বৃন্দাবন(Vrindavan) শহরের ঠাকুর বাঁকে বিহারি মহারাজ মন্দিরের(Banke Bihari Temple) প্রণামী বাক্সের টাকা চুরি করার অভিযোগ উঠল ব্যাঙ্ককর্মীর(Bank Employee) বিরুদ্ধে। ওই ব্যক্তির থেকে উদ্ধার নগদ ৯ লক্ষ টাকা। ব্যাঙ্ককর্মীর বিরুদ্ধে মোট ১.২৮ লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই কানারা ব্যাঙ্কের ওই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মন্দিরের টাকা চুরির অভিযোগ ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে

জানা গিয়েছে, বৃন্দাবন শহরের ঠাকুর বাঁকে বিহারি মহারাজ মন্দিরের প্রণামী বাক্সের টাকা গোনার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই ব্যঙ্ক কর্মীর উপর। অভিযোগ, তখনই মন্দিরের প্রণামী বাক্সের টাকা চুরি করার অভিযোগ ওঠে ওই ব্যাঙ্ককর্মীর বিরুদ্ধে। ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মন্দির কমিটির এক সদস্য। দায়ের করা হয় এফআইআর। এরপরই এই গোটা বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ। ওই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই ব্যাঙ্ককর্মীকে। এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন ওই কর্মী। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও এই গোটা ঘটনাটি অস্বীকার করেছেন ওই কর্মী।

 মন্দিরের প্রণামী বাক্স থেকে ১.২৮ লক্ষ টাকা চুরি, গ্রেফতার ব্যাঙ্ককর্মী