লোকসভা নির্বাচনের মুখে দেশজুড়ে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)। এই আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য ভারতে আসা শরণার্থীদের এ দেশের নাগরিকত্ব দেওয়া হবে। ওই দেশগুলি থেকে হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি সিএএ-তে উল্লেখ করা হয়েছে। তবে মুসলিমদের নিয়ে স্পষ্ট করে কিছু বলা নেই। কীভাবে কোথা থেকে ডাউনলোড করে দেখতে পারবেন তালিকা জানুন।
২০১৯ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে হবে। এক্ষেত্রে গেজেট জারি করা হতে পারে বলে খবর। ওই নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই আবেদন করে এ দেশের নাগরিক কি না, তা প্রমাণ করতে হবে।
সিএএ-র নিয়ম পিডিএফে ডাউনলোডের নিয়ম (CAA Rules PDF Download Online)
দেখুন অমিত শাহ-র টুইট
The Modi government today notified the Citizenship (Amendment) Rules, 2024.
These rules will now enable minorities persecuted on religious grounds in Pakistan, Bangladesh and Afghanistan to acquire citizenship in our nation.
With this notification PM Shri @narendramodi Ji has…
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 11, 2024
প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম সিএএ পাশ হয় সংসদে। যা নিয়ে প্রবল ঝড় বয়ে যায় গোটা দেশ জুড়ে। দীর্ঘদিন ধরে সিএএ লাগু নিয়ে নানা সংশয় থাকলেও, এবার লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে নাগরিকত্ব সংশোধনী আইন জারি করল মোদী সরকার।