Delhi CM Arvind Kejriwal (Photo Credits: ANI)

দিল্লি, ১৩ মার্চ: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) দেশে জারির পর তা নিয়ে এবার মোদী সরকারের (Narendra Modi) চরম সমালোচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন কেজরি। তিনি বলেন,  পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে প্রায় ৩কোটি সংখ্যালঘু মানুষ  রয়েছেন। এই ৩ কোটির মধ্যে থেকে ১ থেকে দেড় কোটি যদি এখানে আসেন, তাহলে কোথায় তাঁদের জায়গা হবে! ভারতে কোথায় ওই সংখ্যালঘুদের রাখা হবে বলে প্রশ্ন তোলেন কেজরিওয়াল। কেমনভাবে তাঁদের চাকরি দেওয়া হবে! এ দেশের মানুষের চাকরিই কি তাঁদের দেওয়া হবে বলেও প্রশ্ন তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Mamata Banerjee On CAA: 'সিএএ পুরোটাই ভাঁওতা, নাগরিকত্ব কাড়তে দেব না', জীবন দিতে হলে দেব' বললেন মমতা

বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যদি সংখ্যালঘুরা ভারতে আসতে শুরু করেন,তাহলে এ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়বে বলেও মন্তব্য করেন কেজরি। যার জেরে, চুরি,ডাকাতি, রাহাজানি, ধর্ষণের মত ঘটনারও উত্তরোত্তর বাড়বে বলে মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী। দেশের নিরাপত্তাও এর জেরে বিঘ্নিত হবে। দেশে গোষ্ঠী সংর্ঘের সংখ্যাও বাড়বে বলে মন্তব্য করেন আপ প্রধান।