Arvind Kejriwal, Rahul Gandhi, Narendra Modi, Mamata Banerjee. (Photo Credits:X)

Bypoll Results 2025 Live: দেশের চার রাজ্যের পাঁচটি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষিত হল। পাঁচটি আসনের মধ্যে ২টি-তে জিতল আম আদমি পার্টি, বাকি তিনটির মধ্যে একটি করে জিতল বিজেপি, কংগ্রেস ও তৃণমূল। দুটি কঠিন আসন ধরে রেখে দারুণ প্রত্য়াবর্তন করলেন দিল্লি হাতছাড়া হওয়া অরবিন্দ কেজরিওয়ালের। এই উপভোটে সবাই যে যার নিজেদের আসন ধরে রাখলেও, কেরলে শাসক দল সিপিআইএমের প্রার্থী হেরে গেলেন। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন প্রচারে পরিশ্রম করলেও, কংগ্রেসের কাছে হেরে গেলেন সিপিএমের হেভিওয়েট প্রার্থী। বাংলায় দাপট অব্যাহত রেখে কালীগঞ্জ আসন ব্যবধান বাড়িয়ে জিতল তৃণমূল। গুজরাটে ভিসাভাদারে এবারও আপের কাছে হারল বিজেপি। তবে নরেন্দ্র মোদী গড় কাদিতে মুখরক্ষা হল গেরুয়া শিবিরের। পঞ্জাবের লুধিয়ানায় প্রেস্টিজ ফাইটে ফের আপের কাছে পরাস্ত হল কংগ্রেস। কেরলের নীলাম্বুরে বড় জয় কংগ্রেসকে কেরলে যতটা উজ্জীবীত করবে, ততই পঞ্জাবের লুধিয়ানা পশ্চিমে হার হাত শিবিরকে হতাশ করবে।

আপের জোড়া জয়

পঞ্জাব ও গুজরাট। দুই রাজ্যে দুই কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে দারুণ জয় পেল আম আদমি পার্টি। গত বছরের শেষে দিল্লি বিধানসভা ভোটে বিপর্যয় হয়ে ক্ষমতা হারানোর দেশের রাজনীতিতে তলিয়ে যাওয়া অরবিন্দ কেজরিওয়াল আবার কিছুটা ভেসে উঠলেন। দিল্লি ভোটের হারার পর কোণঠাসা কেজরিওয়ালের দল গুজরাট ও পঞ্জাব দুই জায়গাতেই তাদের পুরনো আসন ধরে রাখল। তবে অনেকেই ভেবেছিলেন, এবার সেখানে আর জিততে পারবে না আপ। বিশেষ করে গুজরাটের জুনাগড়ের ভিসাভাদারের জয় কেজরিওয়ালের মুখে হাসি ফোটাবে। কারণ গতবার নরেন্দ্র মোদী-অমিত শাহ-র রাজ্যে ২০২২ বিধানসভা ভোটে এই আসনে জিতেছিলেন আপ প্রার্থী ভূপেন্দ্রভাই ভায়ানি। পরে তিনি বিজেপিতে যোগ দেন, এবং বিধায়ক পদ ছাড়েন। উপনির্বাচনে বাজিমাত করলেন আপের গোপাল ইতালিয়া। বিজেপির কিরিত প্যাটেলকে প্রায় ১৭ হাজার ভোটে হারালেন আপের গোপাল। কংগ্রেসের নীতিন রানপারিয়া মাত্র সাড়ে ৫ হাজারের মত ভোট পেলেন। তবে গুজরাটের কাদি বিধানসভায় সাড়ে ৩৯ হাজার জিতলেন বিজেপির রাজেন্দ্রকুমার ছাওড়া। ২০২২ বিধানসভা ভোটে এই আসনে বিজেপি প্রার্থী জিতেছিলেন প্রায় ২৯ হাজার ভোটে।

লুধিয়ানায় বাজিমাত কেজরিওয়ালের

পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রে আপ জিতল ব্যবধান বাড়িয়ে। কেজরির দলের প্রার্থী সঞ্জীব আরোরা ১০ হাজার ৬৩৭ ভোটে হারালেন কংগ্রেসের ভরত ভূষণ আশু-কে। সেখানে বিজেপির হেভিওয়েট প্রার্থী জিওয়ন গুপ্ত ২০ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে শেষ করলেন। তিন বছর আগে হওয়া পঞ্জাব বিধানসভা নির্বাচনে আপের গুরপ্রীত সিং গোগি জিতেছিলেন প্রায় সাড়ে ৭ হাজার ভোটে। ২০১৭ বিধানসভায় বড় ব্যবধানে জিতেছিলেন কংগ্রেসের ভরত ভূষণ আশু। এখানের এক সময়ের দুবারের কংগ্রেস বিধায়ক ভরত ভূষণ টানা ২ বার হারলেন। উপ নির্বাচনে আপের এই জয় মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সরকারকে স্বস্তি দিল। কারণ দিল্লি হাতছাড়া হওয়ার পর পঞ্জাবে ভগবন্ত মান সিং সরকারকে নিয়ে একটা গেলো গেলো রব তৈরি হল।

কেরলে সিপিএমকে ধাক্কা কংগ্রেসের, নীলাম্বুরে তৃতীয় তৃণমূলের আনওয়ার

বাম শাসিত নীলাম্বুর বিধানসভা সিপিএমের কাছ থেকে ছিনিয়ে নিল কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা ওয়ানাড লোকসভার অন্তর্গত নীলাম্বুরে কংগ্রেসের প্রার্থী মালায়ালাম সিনেমার লেখক ও প্রযোজক আরিয়াদান সৌকাথ দারুণ জয় পেলেন। প্রিয়াঙ্কা গান্ধীর ঘনিষ্ঠ নেতা আরিয়াদান ১১ হাজার ৭৭ ভোটে হারালেন সিপিআইএমের এম স্বরাজ-কে। যে বিধায়ক বাম শিবির ছেড়ে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে আবার উপভোটে প্রার্থী হয়েছিলেন পিভি আনওয়ার, তিনি একেবারে সুবিধা করতে পারলেন না। তবে নীলাম্বুরে তৃণমূলের কাছে সুখের খবর, বিজেপিকে চতুর্থ করে দিতে পেরেছে তারা। তৃণমূলের আনওয়ার ২০ হাজারের মত ভোট পেয়ে তিন নম্বরে শেষ করলেন। যেখানে কংগ্রেসের আরিয়াদান সৌকাথ পেলেন ৭৭ হাজার ৭৩৭টি ভোট। এই আসনে বিজেপি প্রার্থী মোহন জর্জ মাত্র ৮ হাজার ৬৪৮টি ভোট পেলেন। ২০২১ কেরল বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী হয়ে দাঁড়িয়ে নীলাম্বুর আসনে পিভি আনওয়ার প্রায় আড়াই হাজার ভোটে হারিয়েছিলেন কংগ্রেসের ভিভি প্রকাশ। ২০১৬ বিধানসভা ভোটেও বাম প্রার্থী হয়ে পিভি আনওয়ার নীলাম্বুর থেকে জিতেছিলেন। গত ১১ জানুয়ারি লাল শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কেরলের দাপুটে এই বিধায়ক।

কালীগঞ্জে ব্যবধান বাড়িয়ে জিতল তৃণমূল

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ব্যবধান বাড়িয়ে জিতল তৃণমূল। প্রয়াত বাবার চেয়েও প্রায় ২ হাজার ৮০০ ভোটে জিতলেন মেয়ে বেশি ভোটে জিতে কালীগঞ্জে বিধায়ক হলেন টিসিএস (TCS)-এ কর্মরতা আলিফা আহমেদ। গত বছর লোকসভা নির্বাচনে বাংলায় দারুণ ফল করার পর একের পর এক উপনির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখল রাজ্যের শাসক দল। লোকসভা নির্বাচনের পর রাজ্যে হওয়া ১১টি বিধানসভা উপনির্বাচনের সব কটিতেই জিতল তৃণমূল।

এক নজরে পাঁচ আসনের ফল

কালীগঞ্জ (বাংলা)- তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ জয়ী প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে।

নীলাম্বুর (কেরল)- কংগ্রেস প্রার্থী আরিয়াদান সৌকাথ জয়ী প্রায় ১১ হাজার ভোটে।

লুধিয়ানা পশ্চিম (পঞ্জাব)- আপ প্রার্থী সঞ্জীব আরোরা জয়ী সাড়ে ১০ হাজার ভোটে।

ভিসাভাদার (গুজরাট)- আপ প্রার্থী গোপাল ইতালিয়া জয়ী প্রায় ১৭ হাজার ভোটে।

কাদি (গুজরাট)- বিজেপি প্রার্থী রাজেন্দ্রকুমার ছাওড়া জয়ী প্রায় ৪০ হাজার ভোটে।