Photo Credits: ANI

মান্ডি: ৪০ জনের বেশি যাত্রী নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে (gorge) পড়ল একটি বাস (Bus)। এর ফলে জখম হয়েছে বাসটির চালক ও কনড্রাক্টর-সহ একাধিক যাত্রী। বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডি (Mandi) জেলায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে বাসে থাকা জখম মানুষদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা।

এপ্রসঙ্গে মান্ডির পুলিশ সুপার সৌম্য সাম্বাশিবম জানান, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মান্ডি জেলার কারসোগ সাব ডিভিশনের (Karsog sub-division) অন্তর্গত খারোডি (Kharodi) এলাকায়। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই সেখানে গিয়ে জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর গেছে, হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ওই বাসটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার জেরে চালক ও কনড্রাক্টর-সহ একাধিক যাত্রী জখম হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ার সময় দুটি গাছে ফাঁকে আটকে যায়। ফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তার কারণ জানার চেষ্টা চলছে। আরও পড়ুন: Shraddha Walkar Murder: আফতাব প্রায়ই মারধর করতে শ্রদ্ধাকে, আদালতে বিস্ফোরক দাদা