খাদে উল্টে গেল যাত্রীবোঝাই বাস (ছবিঃX)

নয়াদিল্লিঃ বড়দিনে(Christmas 2024) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে(Gorge) পড়ে গেল বাস। দুর্ঘটনায় মৃত্যু(Death) চার জনের। আহত বহু। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand )ভীমতালের আমডালি রোডের কাছে। একটি গাড়িকে পাশ কাটিয়ে এগোতে গিয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিথোরাগড় গড় থেকে হালদওয়ানিগামী বাসটি(Bus)। গুরুতর আহত হন যাত্রীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যাত্রীর। চালকসহ বাকি ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

আহতদের মধ্যে একটি আট বছরের শিশুর অবস্থা সঙ্কটজনক ছিল। পরে হাসপাতালেই মৃত্যু হয় তার। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শুধু তাই নয়, নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন তিনি। এ ছাড়া গুরুতর আহতদের চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী দফতর সূত্রে খবর। বাকি যে সকল আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের হাতে তুলে দেওয়া হবে ২৫ থেকে ৫০ হাজার টাকা।

বড়দিনে বিপত্তি, খাদে উল্টে গেল বাস, মৃত ৪, আহত ২৪