নয়াদিল্লিঃ মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা(Accident)। যাত্রী (Passenger) বোঝাই বাসে আগুন। ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেন ৪৫ জন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) রত্নগিরির কাশেদি ঘাটের কাছে। শনিবার রাত ২ টো নাগাদ আচমকাই আগুন লাগে বিলাসবহুল লাক্সারি বাসে।
কীভাবে আগুন লাগল? জানা গিয়েছে, বাসটির একটি চাকা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চালকের নজরে আসতেই যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন চালক। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে বাসের জানালা দিয়ে ঝাঁপ দেন বহু যাত্রী। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও দমকল বাহিনী। রাত ৩ টে পর্যন্ত চলে আগুন নেভানোর কাজ। আগুন নেভাতে গিয়ে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের জন্য বিকল্প যানবাহনের ব্যবস্থা করা হয়। এই ঘটনায় পোলাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
যাত্রীবোঝাই বাসে আচমকা আগুন, আতঙ্কে ৪৫ যাত্রী
Maharashtra Bus Fire: Narrow Escape for 44 Passengers As Luxury Bus Catches Fire on Mumbai-Goa Highway Near Kashedi Tunnel (Watch Video)#BusFire #LuxuryBus #MumbaiGoaHighway #KashediTunnel #ViralVideo #Maharashtra
— LatestLY (@latestly) August 24, 2025
Read: https://t.co/v4K47DwJMb
— LatestLY (@latestly) August 24, 2025