ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের জেরে খাদে পড়ে গেল বাস (ছবিঃANI)

নয়াদিল্লিঃ সোমবার মধ্যরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)! বাসের (Bus) সঙ্গে ট্রাক্টরের (Tractor) ধাক্কায় মৃত ৫। আহত কমপক্ষে ৪৫। ঘটনাটি ঘটেছে মুম্বই এক্সপ্রেসওয়েতে (Mumbai Expressway)। জানা গিয়েছে, বাসটি তীর্থযাত্রীদের নিয়ে দম্বিভিলির (Dombivli) কেশর গ্রাম থেকে মহারাষ্ট্রের (Maharashtra) পান্ধারপুরের (Pandharpur) দিকে যাচ্ছিল। পথে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের ফলে তা খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police)। ক্রেনের সাহায্যে বাসটিকে উদ্ধার করা হয়। এই ঘটনার জেরে মুম্বই এক্সপ্রেসওয়েরে যানজটের সৃষ্টি হয়। প্রায় ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। নবি মুম্বইয়ের ডিসিপি বিবেক পানসারে সংবাদমাধ্যমকে বলেন, "মুম্বই এক্সপ্রেসওয়েতে বাস এবং ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ফলে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত ৪৫ জন। আহতদের মধ্যে ৪২ জনকে এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।" বাস যাত্রীরা 'আসাধি একাদশী' পালনের জন্য পান্ধারপুর যাচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি।

বাসটিকে উদ্ধার করা হচ্ছে

শুনুন কী বলছেন নবি মুম্বইয়ের ডিসিপি বিবেক পানসারে