মঙ্গলবার কেন্দ্রে তৃতীয় মোদী সরকারের বাজেট ঘোষণার সময় নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বলেন, আয়কর আইন ১৯৬১-এর অধীনে একটি পর্যালোচনা ঘোষণা করা হয়েছে। যা মামলা-মোকদ্দমার হার কমিয়ে দেবে। যার জেরে দেরিতে আয়কর জমা করলে কম জরিমানা হবে । আগামী ৬ মাসের মধ্যে এই প্রস্তাবনা সম্পূর্ণ করার পরিকল্পনা হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানান, আয়করে এবার থেকে ৫০ হাজারের জায়গায় ৭৫ হাজার স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে।
দেখুন ট্যুইট...
During her Budget speech, FM Sitharaman says, "I announce a comprehensive review of the Income Tax Act 1961. This will reduce disputes and litigation. It is proposed to be completed in 6 months." pic.twitter.com/ndKj7YrFkI
— ANI (@ANI) July 23, 2024