নয়াদিল্লিঃ আজ, ২৩ জুলাই সপ্তমবারের মতো কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) হিসাবে বাজেট (Budget 2024)পেশ করবেন নির্মলা সীতারামন ( Nirmala Sitharaman)। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ভাঙবেন নির্মলা। প্রসঙ্গত, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী মোরারজি দেশাই ১৯৬৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত টানা ছয়বার সংসদে বাজেট পেশ করেছিলেন। মঙ্গলবার, বেলা ১১ টা নাগাদ পেশ করা হবে বাজেট। তৃতীয় মোদী সরকারের (Modi Government) এটাই হতে চলেছে প্রথম পূর্ণাঙ্গ বাজেট। সকলের চোখ থাকবে অর্থমন্ত্রীর ঘোষণা এবং সামগ্রিক অর্থনীতি সম্পর্কে সরকারের দূরদর্শী নির্দেশনার দিকে। জানা গিয়েছে, রাজ্যসভয়ায় ২০২৪-২০২৫ সালের জন্য সরকারের আনুমানিক প্রাপ্তি এবং ব্যায়ের বিবৃতি হিন্দি এবং ইংরেজি দুই ভাষায় পেশ করবেন তিনি। বাজেট পেশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বেশকিছু কাজ রয়েছে। প্রথমে অর্থ মন্ত্রকের নর্থ ব্লকের সদর দফতরে যাবেন তিনি। সেখানে তাঁর মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে দেখা করবেন। তারপর বাজেটের অনুমোদন পেতে তাঁদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে যাবেন নির্মলা।
FM Nirmala Sitharaman set to present Modi 3.0 govt's first budget today
Read @ANI Story | https://t.co/OSE04ON9QD#NirmalaSitharaman #PMModi #BudgetSession #BudgetSession2024 pic.twitter.com/oFR1VGh3Fs
— ANI Digital (@ani_digital) July 23, 2024