তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির ইউনিট প্রেসিডেন্টকে প্রকাশ্য রাস্তায় খুন করল একদল দুষ্কৃতি। জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যে ৭টা নাগাদ চেন্নাইয়ের পেরাম্বুর এলাকার সেম্বিয়াম এলাকায় নিজের বাড়ির সামনে বন্ধু ও কিছু দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছিলেন বিএসপি নেতা আর্মস্ট্রং (Armstrong)। সেই সময় তিনটি বাইকে করে মোট ছয়জন এসে তাঁর ওপর হামলা চালায়। ভারী বস্তু দিয়ে তাঁর মাথায় ও ঘাড়ে আঘাত করে ততক্ষনাৎ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। এরপর আর্মস্ট্রংয়ের কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে পুলিশ এসে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও কে বা কারা বিএসপি নেতার ওপর হামলা করল তা এখনও জানা যায়নি।

পুলিশসূত্রে খবর, ব্যক্তিগত কারণেই মৃত্যু হয়েছে আর্মস্ট্রংয়ের। ইতিমধ্যেই দেহটি বেসরকারি হাসপাতাল থেকে চেন্নাইয়ের রাজীব গান্ধী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। বিএসপি নেতার মৃতদেহ দেখতে হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন দলের কর্মী সমর্থকেরা। অন্যদিকে, এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বাইকবাহিনীর তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আর্মস্ট্রংয়ের ঘনিষ্ঠ এক বন্ধু, যিনি এদিন ঘটনাস্থলের অন্যতম প্রত্যক্ষদর্শী তিনি বলেন, "এদিন সন্ধ্যায় আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম। হঠাৎই তিনটি বাইকে করে বেশ কয়েকজন এলাকায় ঢোকে। তখনই একটি লম্বা বস্তু দিয়ে আর্মস্ট্রংয়ের  মাথায় হামলা করে। আমরা আতঙ্কে এদিকে ওদিকে ছড়িয়ে যাই। আর তারমধ্যেই ওই দুষ্কৃতিরা আমস্ট্রংয়ের ওপর হামলা চালায়। এরপর আমরা গোটা বিষয় বুঝে আততায়ীদের ধরতে যাওয়ার আগেই ওরা বাইকে বসে চম্পট দেয়। আমি ওদের পিছু নিই, কিন্তু ধরতে পারি না"।