নতুন দিল্লি, ২৫ জুন: বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) সমর্থন দেওয়ার কথা জানালেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির (BSP) নেত্রী মায়াবতী (Mayawati)। আজ তিনি বলেন, "আমরা এনডিএ-র রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই সিদ্ধান্তটি বিজেপি বা এনডিএ-র সমর্থনে বা বিরোধীদের বিরোধিতার জন্য নয়,।আমাদের দল এবং আন্দোলনকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি।"
গতকালই রাষ্ট্রপতি নির্বাচনের (President Election 2022) জন্য মনোনয়ন জমা দিয়েছেন এনডিএ (NDA)-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তাঁর মনোনয়ন জমার সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi), স্বরাাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আরও পড়ুন: Droupadi Murmu Files Nomination: রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন এনডিএ-র পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু
ANI-র টুইট:
We've decided to support NDA's Presidential election candidate Droupadi Murmu. We've taken this decision neither in support of BJP or NDA nor against opposition but keeping our party and movement in mind: BSP chief Mayawati pic.twitter.com/7QXbnVNXNj
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 25, 2022
দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। তার আগেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া জরুরি। আগামী ১৮ জুলাই হবে রাষ্ট্রপতি নির্বাচন। ফল ঘোষণা হবে ২১ জুলাই। ২৯ জুনের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ হবে ২৫ জুলাই।