দিল্লি, ১০ জুলাই: জিও (Jio) থেকে এয়ারটেল (Airtel), একের পর এক কোম্পানির রিচার্জের দাম যখন উর্দ্ধমুখী, সেই সময় সাধারণ মানুষকে স্বস্তি দিল BSNL। ৩ জুলাই থেকে, Airtel, Jio, বা Vi নেটওয়ার্কের ব্যবহারকারীদের মোবাইল বিলের খরচ ক্রমশ বাড়তে শুরু করে। Airtel, Jio, বা Vi নেটওয়ার্ক ব্যবহারকারীদের পকেট থেকে খড়ি খসতে শুরু করেছে একের পর এক করে। ভারতে চলা একাধিক কোম্পানি তাদের মোবাইল রিচার্জের খরচ বাড়িয়ে দেওয়াতেই সমস্যা বাড়ছে। সেই সময় ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গোটা দেশে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ট্যারিফ প্ল্যানগুলি সামনে আনতে শুরু করে৷
BSNL-এর এই প্ল্যানগুলি তাদের নেটওয়ার্ক ব্যবহারকারী এবং যাঁরা পোর্ট করছেন, তাঁদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানানো হয়। BSNL-এর এই নয়া ট্যারিফ উত্তর পূর্ব, জম্মু-কাশ্মীর এবং অসম ব্যতীত ভারত জুড়ে প্রযোজ্য হবে বলে খবর৷ তবে BSNL-এর 4G প্ল্যান কাজ করায়, অন্য কোম্পানির তুলনায় ইন্টারনেটের গতি কম হতে পারে বলে আশঙ্কা।
BSNL যে ট্যারিফ প্ল্যানগুলি আনছে, তার মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য সীমিত ডেটা এবং কলিং সুবিধা সহ একাধিক সুবিধা থাকছে। ডেটা এবং কলিংয়ের বেশি সুবিধা পেতে ব্যবহারকারীদের অবশ্যই অতিরিক্ত টপ-আপ প্ল্যান বেছে নিতে হবে বলে খবর।