নয়াদিল্লিঃ সংঘর্ষ বিরতি (Ceasefire) লঙ্ঘন করে হামলা চালিয়েছে 'ঝুটা' পাকিস্তান। শনিবার রাতে পাক সেনার গুলিতে নিহত হয়েছেন বিএসএফের সাব-ইন্সপেক্টর (BSF Sub Inspector)মহম্মদ ইমতিয়াজের ( Mohammed Imtiaz)। জম্মু (Jammu and Kashmir) সীমান্তে আরএস পুরা সেক্টরে পাক সেনার সঙ্গে লড়াইয়ে নেতৃত্ব দিতে গিয়ে প্রাণ হারান ওই সাব-ইন্সপেক্টর। শনিবার রাতে বিহারের ছাপড়ার বাড়িতে আসে মৃত্যু সংবাদ। ইমতিয়াজের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।
পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল বিএসএফের সাব-ইন্সপেক্টরের, কী বলছে পরিবার?
মৃত বিএসএফ অফিসারের ভাগ্নে মহম্মদ আফতাভ সংবাদসংস্থা এএনআইকে বলেন, "দু'দিন আগেই আমার সঙ্গে কথা হয়েছিল। দু'জনে দু'জনের শারীরিক অবস্থার খোঁজখবর নিই। শনিবার রাত ৮.৩০ টা নাগাদ ফোন আসে। জানতে পারি মামা আর নেই। মামা খুব ভাল মানুষ ছিল।" প্রসঙ্গত, শনিবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় হামলা চালায় পাক সেনা। শনিবার রাতে সাংবাদিক বৈঠক করে সে কথা জানান বিদেশ সচিব। পাল্টা পাকিস্তানকে জবাব দেওয়া শুরু করে ভারতীয় সেনা। সীমান্তে শুরু হয় গুলির লড়াই। এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছিলেন সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ। তখনই জম্মু আরএস পুরা এলাকায় পাক সেনার ছোড়া গুলিতে শহীদ হন ইমতিয়াজ।
কেমন মানুষ ছিলেন শহীদ ইমতিয়াজ? কান্না চাপা গলায় জানালেন ভাগ্নে
#WATCH | Bihar: BSF Sub Inspector Mohammed Imtiaz, hailing from Chapra, lost his life in the line of duty during shelling by Pakistan in RS Pura sector of J&K.
His nephew, Mohd Aftab says, "He last spoke to me two days ago. We inquired about each other's health. We came to know… pic.twitter.com/CCv0XHu4TN
— ANI (@ANI) May 11, 2025