জয়সলমীর: এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় লরি (Truck) উল্টে (Overturns) ঘটনাস্থলেই মৃত্যু (died) হল একজন বিএসএফ জওয়ানের (BSF Jawan)। মর্মান্তিক এই দুর্ঘটনায় জখম হয়েছেন (Injured) আরও ১৩ জন জওয়ান। শনিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) জয়সলমীর (Jaisalmer) জেলার শাহগড় পুলিশ স্টেশন (Shahgarh) এলাকায়। মৃত জওয়ানের নাম এসকে দুবে।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়েই দুর্ঘটনাস্থলে গিয়ে জখম বিএসএফ জওয়ানদের উদ্ধার করে জওহর হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছে, তাঁরা এলেই ময়নাতদন্ত করা হবে।
এপ্রসঙ্গে জয়সলমীরের সহকারী পুলিশ সুপার প্রিয়াঙ্কা কুমাওয়াত বলেন, "বিএসএফের ১৪৯ ব্যাটেলিয়নের (BSF's 149 Battalion) একটি লরিতে করে ১৬ জন জওয়ান সীমান্তে যাচ্ছিলেন। লাঙ্গটালা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। এর ফলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জওয়ানের। জখম হন আরও ১৩ জন। সরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। বর্তমানে সবার অবস্থা স্থিতিশীল। কেন এই দুর্ঘটনা ঘটল তার কারণ তদন্ত করে দেখা যাচ্ছে।" আরও পড়ুন: Mumbai Murder: পাশবিক! ৫০০ টাকার জন্য সহকর্মীকে খুনের অভিযোগে ধৃত ব্যক্তি
দেখুন ভিডিয়ো:
#WATCH | Rajasthan: Priyanka Kumawat, Deputy Superintendent of Police Jaisalmer says, "A truck belonging to BSF's Battalion 149, was going to the border. It met with an accident near Langtala village, a total of 16 BSF personnel were travelling in the truck, out of which 13 got… pic.twitter.com/HAmMhHXY8n
— ANI (@ANI) August 12, 2023