পঞ্জাব (Punjab) থেকে ফের উদ্ধার নিষিদ্ধ মাদক। রবিবার তারণ তারান ও ফিরোজপুর জেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে দুটি চিনা ড্রোন। যার একটি থেকে উদ্ধার হয়েছে ৬১০ গ্রাম হেরোইন। এই অভিযানে গ্রেফতার হয়েছে দুই যুবক। প্রাথমকি তদন্তে জানা যাচ্ছে, ধৃতরা স্থানীয় বাসিন্দা। তাঁরা মাদকসহ ড্রোনটি উদ্ধার করার জন্যই সীমান্ত এলাকায় লুকিয়েছিল। কিন্তু শেষমেশ তাঁদের পাকড়াও করে পুলিশ। ধৃতদের ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

ড্রোন থেকে উদ্ধার মাদক

জানা যাচ্ছে, রবিবার সকালে তারণ তারানের কালসেইন গ্রামের সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানরা টহল দেওয়ার সময় একটি ড্রোন উদ্ধার করে। সেই ড্রোনের মধ্যেই একটি প্যাকেট থেকে উদ্ধার হয় হেরোইন। এই মাদক উদ্ধারের পর এলাকায় তল্লাশি অভিযান চালাতে গেলে দুই যুবককে আটক করে পুলিশ। তাঁদের জেরা করে জওয়ানরা জানতে পারে যে তাঁরা ওই মাদকের প্যাকেটটি সংগ্রহ করতেই এসেছিল।

উদ্ধার চিনা ড্রোন

অন্যদিকে, শনিবার বিকেলে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফিরোজপুরের বারেক গ্রাম থেকে একটি ডিজিআই ম্যাভিক ৩ ক্লাসিক ড্রোন উদ্ধার করে জওয়ানরা। যদিও ড্রোনের সঙ্গে কোনও মাদকের প্যাকেট উদ্ধার হয়। তবে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই দুটি ড্রোনই পাকিস্তান থেকে এদেশে এসেছে। ঘটনাগুলির পর এলাকায় বেড়েছে তল্লাশি অভিযান।