পঞ্জাবে (Punjab) ভারত-পাকিস্তান সীমান্ত এলাকা হামেশাই উদ্ধার হচ্ছে বেআইনি মাদক বা অস্ত্র। গত ২৪ ঘন্টায় পঞ্জাবের চারটি পৃথক জায়গা থেকে উদ্ধার হয়েছে একাধিক মাদকের প্যাকেট। তারন তারান, অমৃতসর ও ফিরোজপুর সেক্টর থেকে উদ্ধার হয়েছে মোট এক কিলোর বেশি হেরোইন। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে চিনা ড্রোন। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পাকিস্তান থেকে ভারতে মাদক পাচার করা হচ্ছিল। সেই সময়ই মাদকসহ পাচারকারীদের আটক করা হয়। এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ৪ পাচারকারী
জানা যাচ্ছে, অমৃতসরের রতনখুর্দ গ্রামে টহল দেওয়ার সময় সীমান্ত এলাকা থেকে ৫৯০ গ্রাম মাদক জব্দ হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ড্রোন। গ্রেফতার এক পাচারকারী এরপর আজ সকালে তারন তারান থেকে উদ্ধার হয়েছে ৫৬০ গ্রামের মাদকের প্যাকেট। নিয়ে পালানোর সময় এক পাচারকারী গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গতকাল ফিরোজপুরের নওশেরা থেকে উদ্ধার হয়েছে ৯টি মাদকের প্যাকেট, যার সম্মিলিত ওজন ছিল ৬০০ গ্রাম। এই ঘটনায় হুসেইনিওয়ালা ব্যারেজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।
সীমান্তে বেড়েছে নজরদারি
এর আগেও গত বুধ ও বৃহস্পতিবার পঞ্জাবের পৃথক পৃথক জায়গা থেকে উদ্ধার হয়েছে মাদক ও বেআইনি অস্ত্র। পাচারের ঘটনা বেড়ে যাওয়ার কারণে পঞ্জাবের সীমান্ত এলাকায় বেড়েছে বিএসএফের নজরদারি।