পহেলগাম হামলার পর থেকেই ভারত-পাক সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ (BSF)। কোনওভাবেই যাতে পাক নাগরিক বা জঙ্গিরা বেআইনিভাবে প্রবেশ করতে না পারে, সেদিকে নজর রেখছে বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা। এদিকে বর্তমানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ফলে পাকিস্তানি নাগরিকদের বৈধভাবে ভারতে প্রবেশ করাও নিষিদ্ধ রয়েছে। এই অবস্থায় জম্মু-কাশ্মীরের সীমান্ত এলাকায় আটক করা হল পাক নাগরিককে। জানা যাচ্ছে, ভারতে প্রবেশ করে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল সে। কিন্তু জওয়ানদের তৎপরতায় তাঁকে আটক করা হয়।
রাজৌরি ব্যাটেলিয়ানের জওয়ানদের হাতে আটক পাক নাগরিক
জানা যাচ্ছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ আরিব আহমেদ। রবিবার সকালে রাজৌরির (Rajouri) সীমান্তে মঞ্জকোট এলাকায় আটক করা হয় তাঁকে। ঘটনাচক্রে সেই সময় রাজৌরি ব্যাটেলিয়ানের জওয়ানরা সেই সময় টহল দিচ্ছিল। তখনই তাঁকে আটক করে এক জওয়ান। তাঁর থেকে উদ্ধার হয়েছে ২০ হাজার পাকিস্তানি রুপি সহ একাধিক জিনিসপত্র। যদিও কোনও সন্দেহজনক জিনিস উদ্ধার হয়নি বলেই খবর।
ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ
ইতিমধ্যেই ধৃতকে জম্মু-কাশ্মীর পুলিশের হাতে তাঁকে তুলে দিয়েছে বিএসএফ। যদিও পাক নাগরিক কেন এদেশে এসেছে। তাঁর কী পরিকল্পনা রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ জওয়ানরা।