ভারত-পাক সীমান্ত এলাকায় বেড়েছে নজরদারি। কোনওভাবেই যেন পাকিস্তান থেকে অনুপ্রবেশ বা বেআইনি ঘটনা না ঘটে, সেইদিকে নজর বিএসএফের। এরমধ্যেও সীমান্ত এলাকা থেকে কখনও অস্ত্র উদ্ধার হচ্ছে, কখনও আবার মাদক। এবার পঞ্জাবে (Punjab) সীমান্ত লাগোয়া এলাকা থেকে উদ্ধার ড্রোন সহ একাধিক মাদকের প্যাকেট। বিগত ২৪ ঘন্টা পঞ্জাবের দুটি এলাকায় উদ্ধার হয়েছে মাদক। তারপরেই ওই এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে বিএসএফ।
পঞ্জাবের সীমান্ত এলাকায় উদ্ধার মাদক
জানা যাচ্ছে, গত শুক্রবার বিকেলে তারন তারান জেলার ডাল এলাকার সীমান্ত লাগোয়া একটি পরিত্যক্ত জমি ছেলে উদ্ধার হয় চিনা সংস্থা ডিজেআই-এর ম্যাভিক ক্লাসিক ৩ ড্রোন উদ্ধার হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে একটি হেরোইন মাদকের প্যাকেট। যার ওজন ছিল ৫৫৮ গ্রাম।
বাড়ানো হয়েছে নিরাপত্তা
এদিকে আজ অর্থাৎ শনিবার ফিরোজপুর জেলার চুরিওয়ালা গ্রামের একটি চাষের জমি থেকে উদ্ধার হয়েছে ৫৬০ গ্রাম মাদক। যদিও ঘটনাস্থলে সন্দেহজনক আর কিছু দেখা যায়নি। ফলে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সেই কারণে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদাড়ি।