Bride Call Off Wedding At Last Moment Walks Out Venue With Boyfriend (Photo Credits: X)

হাসান, ২৫ মেঃ  জমজমাট বিয়ে বাড়ির অনুষ্ঠান। বরযাত্রী, কনেযাত্রী আনন্দে ডগমগ করছেন। চলছে নাচ, গান, খাওয়া-দাওয়া। মঙ্গলসূত্র হাতে নিয়ে কনের গলায় পরানোর জন্যে প্রস্তুত পাত্র। আত্মীয়স্বজনরা ঘিরে রয়েছেন তাঁদের। আচমকাই বদলে গেল পরিস্থিতি। পাত্রের সামনে অঝোরে কেঁদে ফেললেন কনে। কান ধরে ক্ষমা চেয়ে বললেন, তিনি অন্য একজনকে ভালোবাসন। তাই এই বিয়ে তিনি করতে পারবেন না। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিওর দৃশ্য হার মানাবে বলিউড ছবির চিত্রনাট্যকেও।

জানা যাচ্ছে, ঘটনাটি কর্ণাটকের (Karnataka) হাসান জেলার। পরিবারের জোরজবরদস্তির কাছে নতি স্বীকার করে নিজের ভালোবাসাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করতে সম্মত হয়েছিলেন পাত্রী পল্লবী। পরিবারের ঠিক করে দেওয়া পাত্র ভেনুগোপালের সঙ্গে বিয়ের আসর করেছিল পল্লবীর। বিয়ের দিন নতুন শাড়ি, গয়নাগাটিতে সেজে উঠলেও তরুণীর মন পড়ে ছিল প্রেমিকের কাছে। তাই তো শেষ মুহূর্তে এসেও বিয়ে বাতিল করে দেন পল্লবী। ভালোবাসার মানুষ ছাড়া অন্য পুরুষের হাত থেকে মঙ্গলসূত্র পরতে পারলেন না তিনি। মঙ্গলসূত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা ভেনুগোপালের কাছে কান ধরে ক্ষমা চেয়ে জানালেন, এই বিয়ে তিনি করতে চান না। থমকে গেল বিয়ে। অতিথিতে ঠাসা বিয়ের অনুষ্ঠানস্থল থেকে প্রেমিকের হাত ধরে বেরিয়ে এলেন পল্লবী।

শেষ মুহূর্তে বিয়ে বাতিলঃ

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বর-কনে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন বিয়ের মণ্ডপে। বরের হাতে ধরা মঙ্গলসূত্র। তাঁদের ঘিরে রয়েছেন আত্মীয়স্বজন। এমন সময়ে কাঁদতে কাঁদতে কান ধরে পাত্রের কাছে ক্ষমা চেয়ে কনে জানান, তাঁর ভালোবাসার মানুষটির কথা। এরপরেই দেখা যাচ্ছে অনুষ্ঠানস্থল থেকে প্রেমিকের হাত ধরে বেরিয়ে আসছেন পল্লবী।বাইরে অপেক্ষারত একটি গাড়িতে গিয়ে উঠে পড়লেন দুজন। পুলিশি নিরাপত্তাতেই ঘটল গোটা ঘটনা।