
অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জোড় ধাক্কা দিয়েছিল ভারত। অভিযানের প্রথমদিকে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। পরে আবার পাকিস্তানের বিভিন্ন সেনা ঘাঁটিতেও হামলা করতে হয়েছিল ভারতকে। আর তাতেই চা্পে পড়ে কোনঠাসা হয়ে পড়েছিল পাক সেনা। এরপরেই হাত জোর করে যুদ্ধবিরতির ভিক্ষা চায় ইসলামাবাদ। এই অভিযানে পাকিস্তানের তরফ থেকে সমস্ত হামলা ব্যর্থ করেছিল ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। পাল্টা পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল ভারতের মিসাইল।
ব্রহ্মোসকে সংস্করণ করতে চাইছে দুই দেশ
এই অভিযানের ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশংসা করেছে একাধিক দেশ। এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ থেকে ব্রহ্মোসের (BrahMos Missile) মতো মিসাইলের সামনে মাথা চাড়া দিয়ে উঠতেই পারেনি চিনের দেওয়া পাকিস্তানি প্রতিরক্ষা ব্যবস্থা। এবার সেই ব্রহ্মোসের উন্নত সংস্করণ তৈরি হচ্ছে ভারতে। জানা যাচ্ছে, লখনউতে ইতিমধ্যেই ব্রহ্মোস অ্যারোস্পেসের উদ্বোধন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই চলবে সংস্কারের কাজ। এই খবর প্রকাশ্যে আসতেই ঘুম উড়েছে ইসলামাবাদের।
দেখুন ডেনিস অ্যালিপোভের বক্তব্য
IANS Exclusive
Delhi: Russian Ambassador to India, Denis Alipov says, "BrahMos missiles are manufactured in India. It is an Indian product, a product of the Joint collaboration with Russia. We have a joint venture designing and producing the these weapons and we have very… pic.twitter.com/alCzNgvHHn
— IANS (@ians_india) May 28, 2025
আশাবাদী রাশিয়া
এই প্রসঙ্গে ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপোভ বলেন, “ব্রহ্মোস মিসাইল ভারতেই তৈরি হয়েছে। এটি ভারতীয় প্রোডাক্ট। রাশিয়া যৌথ উদ্যোগ রয়েছে এই মিসাইল বানানোর ক্ষেত্রে। এই মিসাইল বানানোর পর যা রেজাল্ট দেখলাম তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। এর সম্ভাবনা খুবই আশাব্যাঞ্জক। আমরা আগামীদিনে এই বিষয়টি আরও বিস্তৃত করতে চাইছি। আমাদের পাইপলাইনে আরও অনেক প্রজেক্ট রয়েছে, সেগুলির মধ্যে কয়েকটি বাস্তবায়িত হয়েছে”।