নতুন দিল্লি, ১ সেপ্টেম্বর: নতুন করে উত্তপ্ত মণিপুরের পরিস্থিতি (Manipur Clash)। বৃহস্পতিবার মণিপুরের বিষ্ণপুর এবং চাঁদচূড়াপুরে ফের মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে বিবাদ শুরু হয়। এই সংঘর্ষে ৮ জনের মৃত্যুর পাশাপাশি ১৮ জন আহত হন বলে খবর। এর মধ্যে নিজের রাজ্য মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অলিম্পিক পদকজয়ী বক্সার এমসি মেরি কম (MC Mary Kom)।
মণিপুর 'কম' গ্রাম বাঁচাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হলেন মেরি কম। শাহ-কে চিঠি লিখে কম গ্রাম বাঁচাতে বিশেষ পদক্ষেপ নিতে আবেদন করলেন ভারতের মহিলা বক্সারের মুখ।
দেখুন টুইট
Boxing star M.C. Mary Kom has sought the intervention of Union Home Minister Amit Shah to ensure "security forces prevent both warring groups from intrusion to Kom villages in Manipur."https://t.co/zKvTwSPBlM
— The Hindu (@the_hindu) September 1, 2023
মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে বিবাদ কম গ্রামে ঢুকে পড়েছে। কম গ্রামে যাতে বিবাদমান গোষ্ঠীর কেউ ঢুকতে না পারে তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিক কেন্দ্র। এমনটাই চাইছেন মেরি কম।