মুম্বই: ভুয়ো কল সেন্টার (fake call centre) খুলে ৫০ শতাংশ কম দামে আমেরিকায় নিষিদ্ধ ভায়াগ্রা (viagra) বিক্রির নামে মার্কিন নাগরিকদের (US citizens) প্রতারণার (cheat) অভিযোগ উঠেছিল। এর জেরে বুধবার পাঁচজনকে গ্রেফতার (arrest) করল মুম্বইয়ের (Mumbai) বোরিভলি (Borivli) থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বইয়ের বোরিভলি এলাকার গোরাইয়ে (Gorai) একটি বাংলোয় একটি কোচিং সেন্টার ছিল। গত মার্চ মাস থেকে সেখানে ভাড়া নিয়ে লাইফস্টাইল ফিটনেস সেন্টার (Lifestyle Fitness Centre) নামে ওই কল সেন্টারটি চালু হয়। এর মাধ্যমে প্রতারকরা মার্কিনি নাগরিকদের সেদেশে নিষিদ্ধ ভায়াগ্রা ৫০ শতাংশ দামে বিক্রি করার প্রস্তাব দিত। কিন্তু, ক্রেতারা টাকা পাঠানোর পরেও সেটি পাঠাত না। এই বিষয়ে একজন ইনফর্মার বোরিভলি থানার সিনিয়র ইন্সপেক্টর নিনাদ সাওয়ান্তকে খবর দেন। তারপরই স্থানীয় ডিএসপি অজয় কুমার বানসলের নেতৃত্বে অ্যান্টি টেরোরিজম, সাইবার সেল-সহ বিভিন্ন বিভাগের পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। গত সোমবার রাতে ইন্সপেক্টর বিজয় মাধ্যের নেতৃত্বে একটি দল ওই কল সেন্টারে হানা দেয়।
ঘটনাস্থল থেকে দুই মহিলা-সহ ১৬ জনকে আটক করার পাশাপাশি ১১টি হার্ড ডিস্ক ও কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়। জেরার পরে তাদের মধ্যে ১১ জনকে ছেড়ে দেওয়া হলেও কল সেন্টারের মালিক-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুন: Meghalaya: মমতা-অভিষেকের সফরের বদলা! ভিডিয়োতে দেখুন বিজেপিতে যোগ তৃণমূল-সহ মেঘালয়ের চার বিধায়কের
জেরায় ধৃতরা জানিয়েছে, তারা আমেরিকায় ফোন করে সেখানকার নাগরিকদের যৌন ক্ষমতা বাড়ানোর (sex performance enhancers) জন্য ভায়াগ্রা, সিয়ালিস, লেভিট্রা ও জেলিয়িস-এর মতো ওষুধ ৫০ শতাংশ কম দামে বিক্রির টোপ দিত। সেটি বিশ্বাস করে আমেরিকার ক্রেতারা ওষুধের অর্ডার দিতেন। তাঁরা ক্রেডিট ও ডেবিড কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিলেও ওযুধ আর কোনওদিনই তাঁদের কাছে পৌঁছত না। রীতিমতো আর্থিক প্রতারণার শিকার হতেন তাঁরা।
এই ঘটনায় এখনও পর্যন্ত কল সেন্টারের মালিক রবি লাভানি (৪৪), আইটি এক্সপার্ট জিতেন্দ্র মিত্তল (৩১), হিসাব পরীক্ষক সাব্বির খান (২৩) ও শাকিল শেখ (২৩) এবং লাইফস্টাইল ফিটনেস সেন্টারের ইনচার্জ ও টিম লিডার সন্তোষী সাংভি (৪৪)-কে গ্রেফতার করা হয়েছে।