নয়াদিল্লি: মেঘালয় সফরে গিয়ে বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে নিজেদের দলে যোগদান করিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আওয়াজ তুলেছেন পাহাড়ের এই রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করার। বুধবার যেন তার বদলা নিল গেরুয়া শিবির।
নয়াদিল্লিতে অবস্থিত ভারতীয় জনতা পার্টির (BJP) সদর দফতরে এসে দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার (JP Nadda) হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের বিধায়ক (Trinamool Congress MLA) এইচ এম সাঙ্গপলিয়াঙ্গ (H.M. Shangpliang)। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma) ও বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের (BJP national spokesperson Sambit Patra) উপস্থিতিতে তাঁর সঙ্গে বিজেপিতে আরও যোগ দেন ন্যাশনাল পিপিলস পার্টির (National People’s Party) আরও দুই বিধায়ক বেনেডিক আর মারাক (Benedic R. Marak) ও ফারলিন সাংমা (Ferlin Sangma) এবং নির্দল বিধায়ক (independent MLA) স্যামুয়েল সাংমা (Samuel Sangma)। আরও পড়ুন: 50 Year Old Marriage: নিজে হাতে ৫০ বছরের মায়ের বিয়ে দিলেন বঙ্গতনয়া, অনন্য নজির শিলংয়ের তরুণীর
প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসে মেঘালয় বিধানসভার অধ্যক্ষের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সাঙ্গপলিয়াঙ্গ, ফারলিন ও মারাক। আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে এই রাজ্যে।
#WATCH | Four MLAs from Meghalaya - Ferlin Sangma, Samuel Sangma, Benedic Marak and HM Shangpliang joined BJP in Delhi in the presence of party president JP Nadda pic.twitter.com/swu5j0BlWh
— ANI (@ANI) December 14, 2022
Delhi | Four MLAs from Meghalaya - Ferlin Sangma, Samuel Sangma, Benedic Marak and HM Shangpliang-join BJP at the party headquarters in New Delhi in the presence of party president JP Nadda. pic.twitter.com/IZEfPbgz30
— ANI (@ANI) December 14, 2022