গুরদাসপুর: পাঞ্জাবে (Punjab) থাকা আন্তর্জাতিক সীমান্তের (International border) ওপার থেকে মাঝে মধ্যেই ড্রোনের (drone) সাহায্যে পাকিস্তান (Pakistan) থেকে মাদক (Narcotics) ও অস্ত্র (Arms) পাচারের চেষ্টা হয়। কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই বিএসএফের তৎপরতার ব্যর্থ হয় পাকিস্তানি পাচারকারীদের সেই কৌশল।
বৃহস্পতিবারও সেই একই ঘটনা ঘটল। বিএসএফ জওয়ানদের (BSF personnel) তাড়ায় ভারতের মাটিতে (Indian territory) প্রবেশ করেও পালাতে বাধ্য (flew back) হল একটি পাকিস্তানি ড্রোন (Pakistani drone)। তবে তাতে ঠিক কী ছিল তা জানা যায়নি। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের গুরদাসপুর জেলার (Gurdaspur district) ভারিয়াল গ্রামের (Bhariyal village) কাছে থাকা আন্তর্জাতিক সীমান্তে।
বৃহস্পতিবার দুপুরে এপ্রসঙ্গে বিএসএফের তরফে জানানো হয়,গুরদাসপুর জেলার ভারিয়াল গ্রামে থাকা বিএসএফ পোস্টের কাছে ভারতীয় সীমান্তের মধ্যে একটি পাকিস্তানি ড্রোনকে উড়তে দেখেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। মিনিট পাঁচেক ড্রোনটি উড়ে ছিল বলে জানা গেছে। এরপরই বিএসএফ জওয়ানরা তিন রাউন্ড গুলি ছোঁড়ার পাশাপাশি আলো ছড়াবে এমন বোমা (illumination bombs) ফাটায় করে। এরপরই পরিস্থিতি খারাপ বুঝে ড্রোনের মালিকরা সেটিকে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাত ৮টা ২২ মিনিটে পাঞ্জাবের অমৃতসর জেলার ধানোয়ে কালানের কাছে একটি ড্রোন ওড়ার শব্দ পান সেখানে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। ড্রোনটি পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ভারত প্রবেশ করছে বুঝতে পেরে গুলি ছুঁড়তে শুরু করেন তাঁরা। এর জেরে ড্রোনটি মাটিতে পড়ে যায়। পরে তা থেকে মাদকের প্যাকেট উদ্ধার হয়েছে। আরও পড়ুন: Gujrat Fire: গুজরাটে বাজি কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ২ টি ইঞ্জিন
Punjab | A Pakistani drone was seen at the Bhariyal post of BSF. The drone kept flying inside the Indian border for 5 minutes, during which 3 rounds of firing were done by BSF and an Ilu bomb was also fired, after which the drone flew back to Pakistan: BSF pic.twitter.com/lH6fQWsAJM
— ANI (@ANI) April 20, 2023