Bomb Threat in Delhi School (Photo Credit: X@ANI)

ফের বোমাতঙ্ক ছড়াল দিল্লির স্কুলে। সোমবার সকালে ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয় যে স্কুলে বোমা রাখা রয়েছে।স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে ছাত্রদের বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। ঘটনাস্থলে এসে পৌছায় পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে সোমবার দিল্লির দুটি স্কুল ইমেলের মাধ্যমে বোমার হুমকি পেয়েছে একটি স্কুল আর কে পুরমে এবং অন্যটি পশ্চিম বিহারে।আর কে পুরমের দিল্লি পাবলিক স্কুল ও পশ্চিম বিহারের জি ডি গোয়েংকা পাবলিক স্কুলে বোম রাখার খবর পেয়েই দমকল আধিকারিক এবং বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডসহ অন্যান্য দলকে হুমকির কথা জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে থাকলেও এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। দিল্লি ফায়ার সার্ভিসের (DFS) আধিকারিকরা, দিল্লি পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড এবং পুলিশ কুকুরের দল স্কুলের পুরো চত্বরে অনুসন্ধান ও তল্লাশি চালায়।

 

গত এক সপ্তাহ আগে বোমাতঙ্ক ছড়িয়েছিল রোহিণীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুলে, সেখানেও  ইমেলের মাধ্যমে বোমার হুমকি দেওয়া হয়। তবে সেটি ভুয়ো ছিল। তবে তার একদিন আগে, স্কুলের এক কিলোমিটারের মধ্যে প্রশান্ত বিহারে একটি কম তীব্রতার বিস্ফোরণ ঘটেছিল। যার পরিস্থিতি সম্পর্কে অবিলম্বে অভিভাবকদের জানানো হয় এবং ছাত্রদের বাড়িতে পাঠানো হয়।

চলতি বছরে বারবার বোমাতঙ্কের ভুয়ো ইমেল বা ফোন অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলেছে দিল্লি পুলিশকে। বারবার স্কুলগুলিকেই নিশানা করা হচ্ছে। গত জুন মাসে দিল্লির শতাধিক স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। তবে কোনও দুর্ঘটনার খবর মেলেনি। লোকসভা নির্বাচনের মধ্যেও একাধিকবার বোমাতঙ্ক ছড়িয়েছে দিল্লিতে (Delhi)। স্কুল, হাসপাতাল, বিমানবন্দর-সর্বত্র ইমেলের মাধ্যমে বোমাতঙ্ক ছড়িয়েছে। দেশের অন্যতম নিরাপদ ভবনও রেহাই পায়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) দপ্তরে ইমেল করেও বোমাতঙ্ক ছড়ানো হয়।