আগ্রা, ৪ মার্চ: তাজমহলে (Taj Mahal) বোমাতঙ্ক। বের করে দেওয়া হল দর্শনার্থীদের। তাজমহল কমপ্লেক্সে একটি বিস্ফোরক রাখা রয়েছে বলে দাবি করে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করেন। তারপরই তাজমহল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সৌধের অভ্যন্তরে উপস্থিত পর্যটকদের বের করে নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, হুমকি ফোনটি উত্তরপ্রদেশের ফিরোজবাদ থেকে করা হয়েছিল।
আগ্রার এসপি (প্রোটোকল) শিব রাম যাদব বলেন, আমরা কন্ট্রোল রুম থেকে তথ্য পেয়েছি যে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হুমিক ফোন করেন। তিনি বলেন, সামরিক বাহিনীতে নিয়োগে ত্রুটি রয়েছে এবং তাঁকে নিয়োগ করা হয়নি। তাজমহলে একটি বোমা রাখা হয়েছে যা শিগগিরই বিস্ফোরণ হবে। তাজমহলকে ঘিরে সুরক্ষা বাড়ানো হয়েছে। সিআইএসএফকে সতর্ক করা হয়েছে। লোকটির অবস্থান ফিরোজাবাদে ধরা পড়েছিল। আরও তদন্ত চলছে।
दिनांक 4.3.21 को मो.न. 8318881301 से सूचना प्राप्त हुई कि ताजमहल के पास बम रखा है, जो कुछ देर बाद ब्लास्ट हो जायेगा। आगरा पुलिस द्वारा त्वरित कार्यवाही करते हुये @cosadar द्वारा मय टीम के साथ ताजमहल परिसर में चैकिंग अभियान चलाकर तलाशी ली जा रही है। #sp_protocol_bite@Uppolice pic.twitter.com/rE2IbJSMYl
— AGRA POLICE (@agrapolice) March 4, 2021
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজমহলের দরজা। ৬ মাস পর সেপ্টেম্বরে নানা বিধিনিষেধ জারি করে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তাজমহল।