কলকাতাঃ চব্বিশের লোকসভা নির্বাচনের অন্যতম কেন্দ্র হল বোলপুর (Bolpur)। এই কেন্দ্রটি এসসি সংরক্ষিত। এই কেন্দ্রের বর্তমান সাংসদ হলেন অসিত কুমার মণ্ডল (Asit Kumar Manda)। চব্বিশের নির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে দাঁড়িয়েছেন তিনিই। আর বিজেপির (BJP) হয়ে এই আসনে লড়ছেন পিয়া সাহা (Piya Saha)। সিপিএমের (CPIM)হয়ে দাঁড়িয়েছেন শ্যামলী প্রধান। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্রটি। যার মধ্যে রয়েছে কেতুগ্রাম, মঙ্গলকোট, ময়ূরেশ্বর,নানুর,লাভপুর,মঙ্গলকোট ও আউসগ্রাম। ১৩ই মে এই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এই প্রত্যেকটি বিধানসভাই বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে।

২০১৯ লোকসভা নির্বাচনে এই আসনে জিতেছিলেন অসিত কুমার মণ্ডল। তাঁর ঝুলিতে ছিল ৬ লক্ষ ৯৯ হাজার ১৭১ ভোট। অন্যদিকে ৫ লক্ষ ৯২ হাজার ৭৬৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন রামপ্রসাদ দাস। তার আগে পর্যন্ত এই কেন্দ্রটি ছিল বামদের জিম্বায়। ২০০৯ সালে এই আসনে জিতেছিলেন বামপ্রার্থী রামচন্দ্র ডোম। তার আগে ১৯৯৯ ও ২০০৪ সালে ধারাবাহিকভাবে জিতেছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। এই কেন্দ্রের ভোটার সংখ্যা প্রায় ১৭ লক্ষ। এ বার এই কেন্দ্রে কে রাজত্ব করবে তাই এখন দেখার। এই কেন্দ্রে কে হাসবে শেষ হাসি তা বলে দেবে ৪ ঠা জুন।