Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

দলিত যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তরপ্রদেশের আমেঠিতে (Amethi)। রবিবার সকালে মোহনগঞ্জ থানা এলাকার সাম্বসি গ্রামে উদ্ধার হয়েছে যুবকের দেহ। ঘটনাস্থলে পুলিশ এসে ইতিমধ্যেই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, আত্মঘাতী হয়েছে ওই যুবক। যদিও খুনের তত্ত্বও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই যুবকের পরিবারের সদস্য ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গাছ থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

জানা যাচ্ছে, বছর ১৮-এর অমিত কুমার পাসি ওই এলাকারই বাসিন্দা। রবিবার সকাল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুজি শুরু করলে এলাকারই একটি আমগাছ থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ। এরপরই খবর দেওয়া হয় থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

যদিও যুবকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পরিবারের দাবি, অমিতের কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে তাঁর কোনও প্রেমের সম্পর্ক ছিল কিনা, এবং সেই সম্পর্কের টানাপোড়েনের কারণেই আত্মঘাতী হয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।