নয়াদিল্লিঃ মধ্যপ্রদেশের(Madhya Pradesh) বান্ধবগড়ের পর এবার অসম(Assam)। সোমবার অসমের কামরূপ ডিভিসন বনাঞ্চল এলাকায় উদ্ধার দু'টি হাতির(Elephant) দেহ। বোকোর সিংড়া রেঞ্জ অফিসের অধীনে পাখারাপাড়া এবং আশেপাশের এলাকার গ্রামবাসীরা একটি ধানক্ষেতে মৃতদেহগুলি দেখতে পান। তবে এক্ষেত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিদের মৃত্যু হয়েছে বলে অনুমান। ফরেস্ট রেঞ্জার হাজারিকা বলেন, "আমি মৌমান সংরক্ষিত বনাঞ্চলে একটি হাতির মৃতদেহ উদ্ধারের খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে-সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। মৃত হাতি দু'টি উভয়ই পুরুষ। এবং তাদের বয়স ১০ এর কম। কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।" শেষে আরও যোগ করেন, "বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে। অনেকসময় হাতিদের হাত থেকে ক্ষেত রক্ষা করতে জমিতে বিদ্যুতের সাহায্য নেওয়া হয়। এক্ষেত্রে তা হয়েছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। এ ব্যপারে তদন্ত চলছে। উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।" প্রসঙ্গত, কিছুদিন আগে এই একই ধরনের ঘটনা ঘটেছে কুলশী ফরেস্ট রেঞ্জের আওতাধীন ধানগাঁও গ্রাম এলাকায়। বনবিভাগ একটি ধানক্ষেতে একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার হয়। বান্ধবগড়ে একের পর এক হাতির মৃত্যুর ঘটনায় রহস্যের গন্ধ ছড়িয়েছে। মধ্যপ্রদেশের বান্ধবগড়ের পর এবার এই তালিকায় জুড়ল অসমের নাম।
বান্ধবগড়ের পর অসমে রহস্য মৃত্যু ২ হাতির, শুরু তদন্ত
Bodies Of 2 Elephants Recovered In Assam Forests, Electrocution Suspected https://t.co/egywecZS6I pic.twitter.com/sNNDpD2AKs
— NDTV News feed (@ndtvfeed) November 4, 2024