Bodies Found Floating In Ganga: বিহারের পর ভয়াবহ ছবি উত্তরপ্রদেশে, গঙ্গায় ভাসছে মৃতদেহ
গঙ্গায় ভেসে এল দেহ, ছবি এএনআই

লখনউ, ১১ মে: বিহারের (Bihar) পর এবার উত্তরপ্রদেশ৷ গঙ্গায় (Ganga) ভেসে এল পচাগলা মৃতদেহ৷ গাজিপুরে গঙ্গার ঘাটে যখনই জলের স্রোতে মৃতদেহ ভেসে আসতে শুরু করে, তা দেখে আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে৷

সোমবার বিহারের বক্সারে ভেসে ওঠে পচাগলা মৃতদেহ৷ যা দেখে ওই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ কোভিডে মৃত মানুষদের দেহই বক্সারে গঙ্গার ঘাটে ভেসে (Floating) আসে বলে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষ৷ বক্সারের পর এবার গাজিপুর ওই একই ঘটনা ঘটায়, আতঙ্ক ছড়িয়েছে৷ প্রসঙ্গত বক্সার থেকে ৫৫ কিলোমিটার দূরে গাজিপুরে ওই ঘটনা ঘটে৷

গাজিপুরের (Ghazipur) জেলাশাসক বলেন, বিষয়টি নিয়ে খোঁজ শুরু হয়েছে৷ চলছে তদন্ত৷ ওই মৃতদেহগুলি কোন জায়গা থেকে ভেসে এসেছে, তা নিয়ে খোঁজ চলছে বলে জানান জেলাশাসক৷

আরও পড়ুন:  Sonu Sood: কোভিড আক্রান্তদের প্রাণ বাঁচাতে ফ্রান্স থেকে অক্সিজেন প্ল্যান্ট আনছেন সোনু সুদ

স্থানীয় মানুষের কথায়, বর্তমানে যে হারে কোভিডে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হচ্ছে, তাতে গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখে  আতঙ্ক ছড়িয়েছে৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি দলের সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, বক্সারের ঘটনা অনভিপ্রেত৷ 'মা গঙ্গার' বুকে ভেসে ওই দেহগুলি কীভাবে এল, তা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে৷ গঙ্গাকে যাতে দূষণমুক্ত করা যায়,তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ মোদী সরকার৷ ফলে তদন্ত করে তবেই জানা যাবে, বক্সারে যে দেহগুলি ভেসে আসে, সেগুলি কোথাকার৷

সোমবার বক্সারে প্রায় ১০০টি পচাগলা মৃতদেহের দেখা মেলে গঙ্গার পাড়ে৷ যে ছবি প্রকাশ্যে উঠে আসতেই চাঞ্চল্য  ছড়ায় গোটা দেশ জুড়ে৷ বিহার-উত্তরপ্রদেশ সীমান্তের চৌসাতে ওই ঘটনা ঘটায়, কোভিড (COVID 19) নিয়ে আতঙ্ক ছড়ায়৷ ওই ঘটনা ঘিরে চাপানউতোর শুরু হতেই বিজেপি এবং কংগ্রেসের মধ্যে দোষারোপের পালা শুরু হয়৷ বক্সারে ওই মৃতদেহগুলি উত্তরপ্রদেশ থেকেই ভেসে এসেছে বলে দাবি করে কংগ্রেস৷ সোমবারের ঘটনার পর এবার মঙ্গলবার ফের গাজিপুরে গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷