Goa: গোয়ায় বড় ধাক্কা খেল বিজেপি, প্রভাবশালী মন্ত্রী মাইকেল লোবো দল ছেড়ে কংগ্রেসে
Goa . (Photo Credit: Facebook)

মারগাঁও, ১০ জানুয়ারি: আগামী মাসে গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগে বড় ধাক্কা খেল বিজেপি। বিজেপির প্রভাবশালী মন্ত্রী মাইকেল লোবো দলের বিরুদ্ধে তোপ দেগে যোগ দিলেন কংগ্রেসে। ক্যাথালিক বিধায়ক লোবো বিজেপি নেতৃত্বের কাছে দাবি করেছিলেন, তাঁর স্ত্রী-কেও ভোটে দাঁড়ানোর টিকিট দিতে হবে। কিন্তু লোবোর সেই দাবি বিজেপি মেনে নেয়নি। ক্ষুব্ধ হয়ে দল ছেড়ে তাই কংগ্রেসে যোগ দেন লোবো। তিনি গোয়ার বিজেপিতে বেশ প্রভাবশালী নেতা। নিজের কেন্দ্রে তো বটেই রাজ্যের আরও অন্তত পাঁচটা বিধানসভা কেন্দ্রে তাঁর সরাসরি প্রভাব রয়েছে। ফলে বিজেপি-র কাছে লোবোর দলত্যাগ বড় ধাক্কা বলতে হবে।

৩০ আসনের গোয়া বিধানসভায় দু-চারটি আসনের ফল এদিক ওদিক হলেই রাজ্যের ক্ষমতার রসায়ন বদলে যেতে পারে। ৩০ আসনের গোয়া বিধানসভায় ক্ষমতায় আসতে আসতে হলে দরকার ২১টি আসন। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় হবে বিধানসভা নির্বাচন। আরও পড়ুন: ২ লাখ ছুঁই ছুঁই দৈনিক সংক্রমণ, করোনা ঝড়ে দিশেহারা দেশ

গোয়ায় এতদিন মূলত কংগ্রেস ও বিজেপির সরাসরি লড়াই হত। কিন্তু এবার আম আদমি পার্টি ও তৃণমূল কংগ্রেসও লড়াইয়ে ঢুকে পড়েছে। পশ্চিম গোয়ায় ভাল প্রভাব জমিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। আবার কংগ্রেস, বিজেপি প্রভাবশালী নেতা-বিধায়করা দলছেড়ে তৃণমূলে আসায় গোয়ায় শক্ত জমি পেয়েছে দিদির দল। গোয়ার ভোট রাজনীতি তাই চতুর্মুখি লড়াইয়ে জমজমাট।