পাটনা, ২৪ অগাস্ট: বিরোধী দলের বাড়িতে ক্রমাগত কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থা পাঠাচ্ছে। বিরোধী থাকলেই সেখানে কেন্দ্রীয় সংস্থা পাঠানো হচ্ছে। মোদী সরকারকে এভাবেই বুধবার একহাত নিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। 'এই মুহূর্তে বিজেপির ৩ জামাই, সিবিআই (CBI), ইডি (ED) এবং আইটি (আয়কর দফতর)। সেই ৩ জামাইকেই বিরোধীদের তিতিবিরক্ত করতে বারবার পাঠানো হচ্ছে' বলে কটাক্ষ করেন তেজস্বী।
বুধবার সকালে গুরুগ্রামের একটি শপিং মলে সিবিআই হানা দেন। তেজস্বী (Tejashwi Yadav) এবং তাঁর সঙ্গীর ওই শপিং মলে হানা দেন সিবিআই আধিকারিকরা। যা নিয়ে শোরগোল শুরু হলে, পালটা মুখ খোলেন লালু পুত্র। তেজস্বী যাদব পালটা দাবি করেন, গুরুগ্রামের যে শপিং মলে সিবিআই হানা দিয়েছে, তার উদ্বোধন করেন এক বিজেপি সাংসদ। ওই শপিং মলের সঙ্গে কেন তাঁর নাম জড়ানো হচ্ছে বলে প্রশ্ন তোলেন তেজস্বী। শুধু তাই নয়, গুরুগ্রামের ওই শপিং মলের সঙ্গে তাঁর নাম জড়িয়ে বিজেপি কোনও উদ্দেশ্যসাধরন করতে চাইছে বলেও মন্তব্য করেন তেজস্বী যাদব।
আরও পড়ুন: Prophet Row: 'মারুন', পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির রাজা সিংকে মারধরের নিদান কং নেতার
প্রসঙ্গত চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি হাতানোর মামলায় সিবিআই হানাদারি শুরু করেছে বিহারে। যে দুর্নীতির মামলায় ইতিমধ্যেই আরজেডি সুপ্রিমো লাল প্রসাদ যাদবের দুই সঙ্গীর বাড়িতে তল্লাশি চালানো হয়।