Arunachal Cm Pema Khandu Photo Credit: Twitter@ANI

ইটানগর, ৩০ মার্চ: লোকসভা নির্বাচনের সঙ্গেই ওডিশা, অন্ধ্রপ্রদেশ, সিকিমের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে। অরুণাচলে ৬০টি বিধানসভা আসনে ভোট হবে। কেন্দ্রে যে দল ক্ষমতায় থাকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সেই দলই শান করে এই ফর্মুলায় অরুণাচলে এখন বিজেপির সরকার। আগে কংগ্রেসে থাকা পেমা খান্ডু এখন বিজেপির মুখ্যমন্ত্রী। এবার সেই অরুণাচলে অবাক কাণ্ড। ৬০ আসনের অরুণাচল বিধানসভায় বিজেপির ১০ জন প্রার্থী ইতিমধ্যেই জিতে গিয়েছেন। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র বিরুদ্ধে মুক্তো আসনে কেউ প্রার্থী দেননি।

একই অবস্থা উপমুখ্যমন্ত্রী চাওনা মেন সহ রাজ্যের বেশ কিছু মন্ত্রীদের বিরুদ্ধেও। ৬০টি আসনের মধ্যে কংগ্রেস লড়ছে ৩৪টি-তে। আগামী ১৯ এপ্রিল অরুণাচলে বিধানসভা ভোট। কিন্তু তাতে দশটি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয় প্রমাণ করছে সেখানে বিজেপি সরকারের ফেরা শুধু সময়ের অপেক্ষা। গতবার ৬০ আসনের অরুণাচল বিধানসভায় বিজেপি জিতেছিল ৪১টি-তে জেডি (ইউ) ৭টি, এনপিপি ৫টি ও কংগ্রেস ৪টি-তে।

অথচ অরুণাচলে চিনের আগ্রাসন থেকে সাধারণ মানুষের কষ্ট সহ নানা সমস্য়া রয়েছে। প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় রয়েছে। তাহলে কেন বিনা প্রতিদ্বন্দিতায় জয়? বিরোধীদের দাবি, পেমা খান্ডুর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর সাহস দেখানো কঠিন। প্রসঙ্গত, অরুণাচলে দুটি লোকসভা আসন আছে। দুটিই বিজেপির দখলে। তার মধ্যে পশ্চিম অরুণাচল লোকসভা থেকে রেকর্ড ভোটে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন কিরেন রিজ্জু।